viral video

রেলের শৌচাগার না শোয়ার ঘর! রেলযাত্রীর অদ্ভুত ‘ব্যবস্থা’ দেখে থ নেটাগরিকেরা, ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে

ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যাত্রী ট্রেনের শৌচাগারের ভিতরে আরামে শুয়ে আছেন। তাঁর চারপাশে ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্রও রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১১:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

রেলের কামরায় আসন না পেলে মাথা খাটিয়ে নিজেদের মতো করে ব্যবস্থা করে নেন বহু যাত্রীই। কখনও দড়ির আসন বুনে, কখনও বা চাদর ঝুলিয়ে তাতে শুয়ে-বসে সফরের বন্দোবস্ত করে ফেলেন তাঁরা। তেমনই একটি দৃশ্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে যা দেখে থ হয়ে গিয়েছেন দর্শকেরা। রেলের শৌচাগারে দিব্যি শোয়ার জায়গা তৈরি করে নিয়েছেন এক যাত্রী। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

এক বিষয়স্রষ্টার অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা নিয়ে শোরগোল পড়ে যায় সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা গিয়েছে, এক যাত্রী ট্রেনের শৌচাগারের ভিতরে আরামে শুয়ে আছেন। তাঁর চারপাশে ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্রও রয়েছে। এমনকি তিনি কাচ ভাঙা জানলার সঙ্গে একটি ভাঁজ করা বিছানাও বেঁধে রেখেছেন। সরকারি সম্পত্তিকে ব্যক্তিগত কেবিনের মতো একটি অস্থায়ী ব্যবস্থা তৈরি করে ফেলেছেন ওই যাত্রী।

অদ্ভুত ঘটনাটি দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা কার্যত হতবাক হয়ে গিয়েছেন। ভিডিয়োয় বি‌শাল নামের বিষয়স্রষ্টাকে বলতে শোনা গিয়েছে, ‘‘ভাই শৌচাগারকে শোয়ার ঘরে পরিণত করেছেন।’’ তার পর তিনি যাত্রীকে জিজ্ঞসা করেন, ‘‘এটাই কি আপনার ঘরের জিনিসপত্র?’’ যাত্রী নির্বিকার ভাবে অস্তর্থক উত্তর দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকেন। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ৭ লক্ষ ৮০ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। নেটাগরিকদের একাংশ এই পরিস্থিতিতে হাস্যরস খুঁজে পেলেও, অন্যেরা জনস্বাস্থ্যবিধি, সুযোগ-সুবিধার অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘অন্যেরা যেখানে দাঁড়াতে হিমশিম খাচ্ছেন, সেখানে ইনি রেলসফরের আসল মজা নিচ্ছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement