bizarre

বিয়ের কার্ডে পাত্রের নামের পাশে লেখা ‘বিশেষ যোগ্যতা’! তরুণের পরিচয় পেয়ে হাসির তুফান নেটপাড়ায়

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৮:৪৯
Share:

ছবি: সংগৃহীত।

বিয়ের অনুষ্ঠান আয়োজনের মধ্যে নানা বিষয় জুড়ে থাকে। এই আয়োজনের মধ্যে বিশেষ একটি জিনিস হল বিয়ের নিমন্ত্রণপত্র। বিয়ের রীতিনীতির বদলের সঙ্গে তাল মিলিয়ে বদল ঘটছে নিমন্ত্রণপত্রেও। বর এবং কনের নাম, বিবাহের তারিখ, সময় এবং স্থানের মতো তথ্যের সঙ্গে বিয়ের কার্ডে জুড়ছে নানা অনুষঙ্গও। তেমনই একটি বিয়ের নিমন্ত্রণপত্র সমাজমাধ্যমে নজর কেড়েছে। সেই কার্ডে পাত্রের পরিচয়ের ক্ষেত্রে অস্বাভাবিক এবং অপ্রত্যাশিত বিবরণের কারণে এটি ভাইরাল হয়েছে। সাধারণ নিমন্ত্রণপত্রের তুলনায় এটি আলাদা এবং বেশ হাস্যকর। বরের এমন একটি যোগ্যতার উল্লেখ করা হয়েছে এই কার্ডে যা দেখে হাসির তুফান উঠেছে নেটমাধ্যমে।

Advertisement

সেই আমন্ত্রণপত্রে বরের নামের সঙ্গে উল্লেখ করা হয়েছে যে তিনি রাজ্য পুলিশের শারীরিক পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন। ইনস্টাগ্রাম পোস্টে একটি বিয়ের কার্ডের ছবি পোস্ট করা হয়েছে। সেখানে বর ও কনের নাম দেওয়া হয়েছে। বরের নামের পাশাপাশি তাঁর যোগ্যতাও উল্লেখ করা হয়েছে। বরের নাম মহাবীর কুমার। তাঁর নামের পাশে লেখা আছে ‘বিহার পুলিশ শারীরিক যোগ্যতাসম্পন্ন’। কনের নাম আয়ুষ্মতী কুমারী। বিয়ের কার্ডে তাঁর যোগ্যতা বা পেশার কথা উল্লেখ করা হয়েছিল কি না তা পোস্টের ছবিতে বোঝা যায়নি।

পোস্ট দেখে হাসির ঝড় উঠেছে নেটাগরিকদের মধ্যে। পোস্টে লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির ইমোজি ছাড়াও নানা মজার মজার মন্তব্য জমা পড়েছে পোস্টে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘বিহার বলেই সম্ভব।’’ অন্য এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘আমিও জেইই প্রধান পরীক্ষায় উত্তীর্ণ ও পরবর্তী ধাপের প্রস্তুতি নিচ্ছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement