ছবি: সংগৃহীত।
ময়লা আবর্জনা সরিয়ে খালি হাতে অবলীলায় সাপ উদ্ধার করে আনলেন এক সুন্দরী তরুণী। সাপ দেখলেই যেখানে হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড় হয়, সেখানে কোনও সুরক্ষা ছাড়াই সাপটিকে ধরে নিরাপদ স্থানে ছেড়ে এলেন তরুণী। পরনে কালো ব্রালেট টপ, কালো প্যান্ট, খোলা চুলে সাপের খোঁজ করতে আসেন তিনি। একটি নির্মীয়মাণ বহুতলের আবর্জনায় লুকিয়েছিল বেশ কয়েক ফুট লম্বা সাপটি। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ব্যাপক ভাবে নজর কেড়েছে নেটাগরিকদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিশালাকার একটি সাপকে মাটির নীচে থেকে টেনে বার করে আনলেন, তা-ও আবার খালি হাতে। প্লাস্টিকের গামলার নীচে ঘাপটি মেরে লুকিয়ে ছিল সাপটি। গামলা উল্টে দিতেই সাপটিকে খপ করে হাতে ধরে ফেললেন তরুণী। ধরতে গিয়ে সাপটি তরুণীর মুখ লক্ষ করে ছোবল মেরে বসে। চুলে আটকে যাওয়ায় বেঁচে যান তরুণী। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘যে সাপটিকে তরুণী ধরেছেন সেটি একটি নির্বিষ ঢোঁড়া সাপ। এগুলি কামড়ালে কোনও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তাই ভয় না পেয়ে সাপগুলিকে উদ্ধার করে ফাঁকা মাঠে ছেড়ে দেওয়া উচিত। দয়া করে সাপকে মারবেন না।’’
‘সাইবা১৯’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। ২৬ লক্ষের বেশি নেটাগরিক ভিডিয়োটি পছন্দ করেছেন। প্রচুর মন্তব্য জমা হয়েছে মন্তব্য বিভাগে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি নিজে আরশোলা, টিকটিকি দেখে ভয় পাই, আর এই তরুণী কত সাহসী।’’