bizarre

অফিসে প্রাক্তন কর্মীকে দেখে ‘বিশেষ ইঙ্গিতপূর্ণ’ বার্তা পাঠালেন বস্‌! তরুণীর শরীরের গঠন নিয়েও করলেন কটাক্ষ

রেডিট পোস্টে তরুণী লেখেন, তিনি তাঁর পুরনো অফিসে গিয়েছিলেন। সেখানে তিনি এক জন প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে পৌঁছোনোর পরই, তিনি তাঁর প্রাক্তন বসের থেকে একটি অপ্রত্যাশিত বার্তা পান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১২:২৬
Share:

—প্রতীকী ছবি।

চাকরি ছেড়েছেন বেশ কয়েক দিন আগে। হঠাৎ করে প্রাক্তন বসের মেসেজ পেয়ে চমকে উঠেছিলেন তরুণী। তরুণীকে তিনি শরীরের গঠন নিয়ে অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ। সম্প্রতি সমাজমাধ্যমে তরুণী জানান, তাঁর প্রাক্তন বস্‌ তাঁকে মোটা বলেছেন। চাকরি ছেড়ে দেওয়ার পর ওজন বাড়িয়ে ফেলেছেন বলে বার্তায় লিখেছিলেন তাঁর প্রাক্তন বস্‌, পোস্টে জানিয়েছেন তরুণী।

Advertisement

রেডিট পোস্টে তরুণী লেখেন, একটা কাজ নিয়ে তিনি তাঁর পুরনো অফিসে গিয়েছিলেন। সেখানে তিনি এক জন প্রাক্তন সহকর্মীর সঙ্গে দেখা করে বাড়ি ফিরে আসেন। বাড়িতে এসে পৌঁছোনোর পরই তিনি তাঁর প্রাক্তন বসের থেকে একটি অপ্রত্যাশিত বার্তা পান। সেই মেসেজে লেখা ছিল, বস্‌ তরুণীকে অফিসে দেখে অভিবাদন জানাতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। তার পরে সেই বার্তায় সরাসরি প্রাক্তন কর্মীকে ‘মোটা’ বলে অপমান করতে শুরু করেন। তরুণীর অভিযোগ, তাঁর প্রাক্তন বসের অযৌক্তিক বার্তালাপ সেখানেই থেমে থাকেনি।

তরুণীর বর্তমান কর্মক্ষেত্রের প্রসঙ্গ তুলে তাঁকে লেখেন, ‘‘আমার সংস্থা ছেড়ে যাওয়ার পর কী করছ? দেখে তো মনে হচ্ছে ওজন বাড়িয়ে মোটা হয়ে গিয়েছ।’’ ওই তরুণী বর্তমানে একটি বেকারিতে কাজ করেন। সে বিষয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করে তরুণীর প্রাক্তন বস্‌ সূক্ষ্ম ভাবে ইঙ্গিত করেছিলেন যে, বেকারির কাপ কেক তাঁর শরীরের ওজনকে বাড়িয়ে দিয়েছে। পোস্টটি শেয়ার হওয়ার পর সমাজমাধ্যম ব্যবহারকারীরা প্রতিক্রিয়া জানান। তরুণীর চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত একদম সঠিক ছিল বলে অনেকেই মন্তব্য করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement