ছবি: এক্স থেকে নেওয়া।
নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে হেলিকপ্টার। আর সেই হেলিকপ্টার থেকে নীচের দিকে তাকাতেই পিলে চমকে গেল। নদীর মধ্যে কিলবিল করছে বিশাল বিশাল অ্যানাকোন্ডা। একে অপরের উপর দিয়েই সাঁতার কেটে যাচ্ছে। সে রকমই একটি ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে মোটামুটি স্পষ্ট যে, সেটি আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম মেধা দিয়ে তৈরি। তবে সেই তৈরি করা ভিডিয়ো দেখেও ঘুম উড়েছে নেটাগরিকদের।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে একটি নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছে একটি হেলিকপ্টার। সেখানে পা ঝুলিয়ে বসে রয়েছেন এক জন। আর নদীর উপর সাঁতরে বেড়াচ্ছে ডজন ডজন অ্যানাকোন্ডা। এক একটি ৫০ থেকে ১০০ ফুট লম্বা। তাদের আকার যেমন বিশাল, দেখতেও ততোধিক ভয়ঙ্কর। নদীতে কিলবিল করছে তারা। সাঁতরে যাচ্ছে এ পাশ থেকে ও পাশ।
ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সেয়ে’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। তবে ভিডিয়োটি ভাল করে লক্ষ করলেই বোঝা যাবে যে সেটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি। অন্তত তেমনটাই দাবি করেছেন বিশেষজ্ঞেরা। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। এক কোটিরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এআই দিয়ে বানানো সত্ত্বেও ভিডিয়োটি দেখে ভয় পেয়েছেন নেটাগরিকদের একাংশ। অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাগ্যিস এআই দিয়ে তৈরি। সাপগুলি যদি সত্যিই থাকত, তা হলে এরাই সারা পৃথিবীকে গিলে ফেলত।’’