Viral Video

হোয়াইট হাউসে রোনাল্ডোর সঙ্গে ড্রিবলিং, ফুটবল নিয়ে দৌড়োদৌড়ি! ট্রাম্প ভিডিয়ো পোস্ট করতেই হাসির ফোয়ারা নেটপাড়ায়

কয়েক দিন আগেই সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের সম্মানে আয়োজিত একটি নৈশভোজে রোনাল্ডোর সঙ্গে দেখা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের। সেখানে পর্তুগালের ফুটবলারের দরাজ প্রশংসা করেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১২:২৬
Share:

পর্তুগিজ় তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কয়েক দিন আগেই নৈশভোজ সেরেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। এ বার আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে বিশ্ববিখ্যাত পর্তুগিজ় তারকা ফুটবলারের সঙ্গে ফুটবলও খেললেন ডোনাল্ড ট্রাম্প! অন্তত সেই মর্মেই একটি ভিডিয়ো পোস্ট করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। তবে ভিডিয়োটি ভাল ভাবে দেখার পর বেরিয়ে এসেছে আসল সত্য। আসলে রোনাল্ডোর সঙ্গে ফুটবল খেলার যে ভিডিয়োটি ট্রাম্প তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করেছেন সেটি কৃত্রিম মেধা বা এআই দিয়ে বানানো। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে।

Advertisement

উল্লেখ্য, কয়েক দিন আগেই সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনের সম্মানে আয়োজিত একটি নৈশভোজে রোনাল্ডোর সঙ্গে দেখা হয়েছিল মার্কিন প্রেসিডেন্টের। সেখানে পর্তুগালের ফুটবলারের দরাজ প্রশংসা করেন ট্রাম্প। এর পর বৃহস্পতিবার রোনাল্ডোর সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে হোয়াইট হাউসের ওভাল অফিসের অন্দরে ফুটবল খেলায় মেতেছেন ট্রাম্প এবং রোনাল্ডো। বল নিয়ে এ দিক-ও দিক ছুটছেন তাঁরা। ড্রিবলিং করছেন। একে অপরকে বলও পাস করছেন। কিন্তু ভিডিয়োটি যাচাই করে দেখা গিয়েছে, আদতে রোনাল্ডো-ট্রাম্পের ফুটবল খেলার ভিডিয়োটি ভুয়ো এবং এআই নির্মিত। এবং তাঁরা যদি ফুটবল খেলেও থাকেন, তা হলে এটি তার ভিডিয়ো নয়।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ট্রাম্পের ইনস্টাগ্রাম হ্যান্ডল ‘রিয়্যালডোনাল্ডট্রাম্প’ থেকে। ভিডিয়ো পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘‘রোনাল্ডো এক জন দুর্দান্ত মানুষ। হোয়াইট হাউসে তাঁর সঙ্গে দেখা করে ভাল লেগেছে। রোনাল্ডো সত্যিই স্মার্ট এবং দুর্দান্ত!’’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। প্রায় সাড়ে তিন কোটি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এআই ভিডিয়ো ছাড়া রোনাল্ডোর সঙ্গে ড্রিবল করার ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পের নেই।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘খোদ মার্কিন প্রেসিডেন্টকেই কৃত্রিম মেধার সহায়তা নিতে হচ্ছে দেখে অবাক লাগছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement