Viral Video

বিতর্কসভা চলাকালীন ধুন্ধুমার! লাইভ অনুষ্ঠানে একে অপরকে কিল-চড়-ঘুষি কংগ্রেস এবং বিজেপি নেতার, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৫ ১৭:১৬
Share:

কংগ্রেস এবং বিজেপি মুখপাত্রের হাতাহাতির দৃশ্য। ছবি: এক্স থেকে নেওয়া।

তেলঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচন নিয়ে বিতর্কসভা চলছিল একটি টেলিভিশন চ্যানেলে। কিন্তু হঠাৎই অপ্রত্যাশিত মোড় নিল রাজনৈতিক বিতর্কসভা। লাইভ অনুষ্ঠান চলাকালীন মারামারিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস এবং বিজেপির মুখপাত্র। একে অপরকে ধাক্কাধাক্কি, কিল-চড়-ঘুষি— সবই চলল। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ নভেম্বর তেলঙ্গানার জুবিলি হিলস উপনির্বাচনের সাম্প্রতিক ফলাফল নিয়ে ‘দ্য ডিবেট’ নামে একটি রাজনৈতিক বিতর্কসভার আয়োজন করেছিল ‘ইয়ো ইয়ো টিভি’ নামে একটি স্থানীয় চ্যানেল। বিতর্কসভায় যোগ দিয়েছিলেন বিভিন্ন দলের নেতারা। কিন্তু বিতর্কসভা চলাকালীন হঠাৎই বাগ্‌বিতণ্ডা শুরু হয় সে রাজ্যের ক্ষমতাসীন কংগ্রেসের এক মুখপাত্র এবং বিজেপির মুখপাত্রের মধ্যে। বিজেপির মুখপাত্র আঙুল তুলে একটি মন্তব্য করতে গেলে টেবিল চাপড়ে প্রতিক্রিয়া জানান কংগ্রেস নেতা। টেবিল চাপড়ানোর শব্দে কানে হাত দেন স‌ঞ্চালক। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে কংগ্রেসের মুখপাত্রকে ধাক্কা মারেন বিজেপির মুখপাত্র। এর পরেই দু’পক্ষের মধ্যে ধুন্ধুমার বাধে। একে অপরকে চড়-ঘুষি মারতে শুরু করেন তাঁরা। একে অপরকে ধাক্কা মারতে শুরু করেন। তাঁদের থামাতে দৌড়ে আসেন বিতর্কসভায় যোগ দেওয়া অন্যেরা এবং টেলিভিশন সংস্থার কর্মীরা। এর পর ভারত রাষ্ট্র সমিতির মুখপাত্রের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘এর পর এই নেতাদের বিতর্কসভায় নিরাপত্তারক্ষী নিয়ে আসতে হবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘চরম অসভ্যতা। রাজনৈতিক নেতার নামে কলঙ্ক এঁরা!’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement