viral video

প্যান্টের পকেটে ফাটল নতুন কেনা আইফোন! হাতে গুরুতর চোট পেয়ে হাসপাতালে তরুণ

সম্প্রতি উত্তরপ্রদেশের আলিগড়ে পকেটে থাকা আইফোন ফেটে মারাত্মক জখম হয়েছেন এক তরুণ। তাঁর ফোনটি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১০:৪৪
Share:

ছবি: সংগৃহীত।

চার্জে বসানো থাকার সময় বা প্যান্টের পকেটে থাকা অবস্থায় মোবাইল ফেটে গিয়ে দুর্ঘটনার খবর পাওয়া যায়। এই ধরনের ঘটনা সাধারণত ঘটে থাকে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রেই। অ্যাপ‌্‌ল আইফোন ফেটে যাওয়ার খবর বি‌শেষ পাওয়া যায় না। এ বার সেই কলঙ্ক লাগল আইফোনের গায়েও। সম্প্রতি উত্তরপ্রদেশের আলিগড়ে পকেটে থাকা আইফোন ফেটে মারাত্মক জখম হয়েছেন এক তরুণ। তাঁর ফোনটি পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।

Advertisement

আলিগড় জেলার শিবপুরীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। যুবকের পকেটে থাকা অবস্থায় হঠাৎ তাঁর নতুন আইফোন ১৩ মডেলের ফোনটিতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে হতচকিত হয়ে যান তিনি। পকেট থেকে জ্বলন্ত ফোনটি বার করে আনতে গিয়ে আহতও হন তরুণ। তাঁর হাতের বেশ কিছু অংশ মারাত্মক ভাবে পুড়ে যায়। তীব্র ব্যথায় কাতরাতে থাকা তরুণকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, ওই তরুণ কয়েক দিন আগেই আইফোন ১৩ কিনেছিলেন।

বিস্ফোরণের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ফোনটি তাঁর পকেটে থাকা অবস্থায় হঠাৎ বিস্ফোরণ হয়। কোনও সস্তা বা নিম্নমানের স্মার্টফোন নয়, অ্যাপ্‌লের মতো দামি স্মার্টফোনে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। বিস্ফোরণের পর আলিগড়ের শিবপুরী থানায় দায়ের করা হয় অভিযোগ। বিস্ফোরণের পর ফোনটির কী দশা হয়েছে তার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। এক্স হ্যান্ডলে ‘শুভম সিংহ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন অ্যাপ্‌ল ভক্তেরা আইফোন কেনেন এই পণ্যের প্রতি আস্থা নির্ভরযোগ্যতা, সুরক্ষার জন্য। সেই পণ্যেরও এমন হাল হতে পারে দেখে হতবাক হয়েছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement