Bizarre

বাতকর্মের ভিডিয়ো বিক্রি করেই বছরে আয় ২৩ লক্ষ টাকা! অবাক করবে যুবকের কাহিনি

মেলবোর্নের বাসিন্দা ন্যাট আগে কাঠের মিস্ত্রি হিসাবে কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় একটি জনপ্রিয় ক্লাবে খাবার এবং পানীয় পরিবেশনকারী হিসাবেও কাজ করতেন তিনি। পরে অন্য পেশা বেছে নেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ০৯:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

ক্ষণে ক্ষণে বাতর্কম করেন। সেই সময়ের ভিডিয়ো ক্যামেরাবন্দিও করেন। আর সেই সব ভিডিয়ো অনলাইনে পোস্ট করেই বছরে ২৩ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন যুবক! অবিশ্বাস্য মনে হলেও অস্ট্রেলীয় ওই যুবকের নাম ন্যাট ওয়াইল্ড। সংবাদমাধ্যম ‘দ্য মেট্রো’-র প্রতিবেদন অনুযায়ী, অনলাইনে বাতকর্মের ভিডিয়ো বিক্রি করে বছরে ২০,০০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ লক্ষ টাকা) পর্যন্ত আয় করেন তিনি।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, মেলবোর্নের বাসিন্দা ন্যাট আগে কাঠের মিস্ত্রি হিসাবে কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় একটি জনপ্রিয় ক্লাবে খাবার এবং পানীয় পরিবেশনকারী হিসাবেও কাজ করতেন তিনি। কিন্তু এখন তাঁর কেরিয়ারে বদল ঘটিয়েছেন তিনি। বাতকর্ম কী ভাবে সহজ হয়, অনলাইনে সেই সংক্রান্ত বিষয় নিয়ে ভিডিয়ো পোস্ট করেন। নিজের বাতকর্মের ভিডিয়োও পোস্ট করেন। অনেকে সেই ভিডিয়ো দেখেন। সেই ভিডিয়ো থেকে আয়ও করেন ন্যাট।

সংবাদমাধ্যমে ন্যাট জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে বাতকর্মের জন্য মুরগির মাংস এবং বিভিন্ন ধরনে শাকসব্জি খান তিনি। খাবার যাতে ভাল ভাবে হজম হয় তা-ও নিশ্চিত করেন। ন্যাটকে নিয়ে ইতিমধ্যেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। তাঁর অনন্য ব্যবসা দৃষ্টি আকর্ষণ করেছে নেটাগরিকদের। সংবাদমাধ্যমে ন্যাট বলেন, ‘‘এ ভাবে আয় করা শুরুর পর আমি কাঠের মিস্ত্রির কাজ করা বন্ধ করি। দিনে আট ঘণ্টা কাজ না করে নিজের মতো ভিডিয়ো বানাতে শুরু করি। যথেষ্ট আয় করছি এখন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement