Bihar Obscene Video

কিশোরী শিক্ষার্থীকে জড়িয়ে ধরে অশ্লীল আচরণ! যৌন কেলেঙ্কারির ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পলাতক শিক্ষক

বিহারের মধুবনীর জয়নগরের ভেলওয়া চক গলিতে অবস্থিত ‘গণিত’ নামের একটি কোচিং ইনস্টিটিউটের শিক্ষক রাকেশ। ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে দেখা গিয়েছে একটি ভিডিয়োয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৫ ১৬:৪২
Share:

ছবি: সংগৃহীত।

ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ করছেন শিক্ষক। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে। বিহারের মধুবনী জেলার কোচিং সেন্টারের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ উঠেছে। মধুবনীর জয়নগর এলাকার সেই আপত্তিকর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। জয়নগরের ভেলওয়া চক গলিতে অবস্থিত ‘গণিত’ নামের একটি কোচিং ইনস্টিটিউটের শিক্ষক রাকেশ। ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে দেখা গিয়েছে একটি ভিডিয়োয়। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। দায়িত্বশীল গণমাধ্যম হিসাবে এই ভিডিয়োটি প্রকাশ্যে আনা থেকে বিরত রইল আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ছাত্রী নিজেই মোবাইলের ক্যামেরা খুলে যৌন কার্যকলাপের ভিডিয়োটি রেকর্ড করে। কিছু ক্ষণ পর রেকর্ডিংয়ের বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে রাকেশ ক্যামেরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। অভিযুক্ত তরুণ ‘গণিত’ নামের ওই কোচিং সেন্টারটির মালিক। এলাকায় তিনি ‘রাকেশ স্যর’ নামে অধিক পরিচিত। তাঁর ছাত্র-ছাত্রীর সংখ্যাও প্রচুর। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। সমাজমাধ্যমে অনেকেই অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন।

স্থানীয়দের দাবি, রাকেশের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করার ঘটনা প্রথম নয়। বছর কয়েক আগেও এই শিক্ষকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ আনা হয়েছিল। সেই সময় তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে জেলের ঘানিও টেনেছিলেন রাকেশ। পরে ছাড়া পেয়ে যান তিনি। প্রশাসন আশ্বস্ত করেছে যে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। স্থানীয়েরা জানিয়েছেন যে, কোচিং ইনস্টিটিউটটির জায়গা পাল্টে ফেলা হয়েছে এবং অভিযুক্ত শিক্ষক পলাতক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement