viral news of murder

চার বছর পর ফিরলেন ‘মৃত’ স্ত্রী, জামিনে মুক্তি পেয়ে খুঁজে বার করলেন বধূহত্যার অভিযোগে জেলখাটা যুবক

অভিযোগ ছিল ধর্মশীলার স্বামী দীপক পণের জন্য নিজের স্ত্রীকে হত্যা করে দেহ লোপাট করে দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ ১৮:১৮
Share:

ছবি: সংগৃহীত।

বধূহত্যার অভিযোগে জেলের ভিতরে কাটছিল বিহারের যুবকের। সেই মৃত বউয়ের সন্ধান মিলল চার বছর পরে। বহাল তবিয়তে বেঁচে আছেন মহিলা। অন্য এক পুরুষের সঙ্গেও বিয়ে সেরে ফেলেছেন তিনি। ঘটনাটি ঘটেছে বিহারের আরায়। অদ্ভুত এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম এক্সে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে ঘটনাটি। ভিডিয়োয় মৃত মহিলাকে থানায় হাজির হতে দেখা গিয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, ধর্মশীলা দেবী নামের ওই মহিলা ২০২০ সালে হঠাৎ করেই উধাও যান। তাঁর পরিবারের অভিযোগ ছিল ধর্মশীলার স্বামী দীপক পণের জন্য নিজের স্ত্রীকে হত্যা করে দেহ লোপাট করে দিয়েছেন। সেই অভিযোগে দীপককে জেলে পুরে দেওয়া হয়। চার বছর ধরে জেলবন্দি থাকার পর জামিন পেয়ে জেলের বাইরে আসেন তিনি। হঠাৎ করেই জানা যায় ধর্মশীলা মারা যাননি। অন্য এক ব্যক্তিকে বিয়ে করেছেন তিনি। দুই সন্তান নিয়ে সংসার পেতেছেন আরাতেই। এই খবর জানতে পেরেই দীপকের পরিবার পুলিশে খবর দেয়। ভুয়ো অভিযোগের ফলে দীপককে এই ভাবে জেলবন্দি রাখার কারণে খানিকটা বিব্রত পুলিশও। তাঁরা দ্রুত এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। গোটা ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এক পক্ষের অভিযোগ পেয়ে যে ভাবে পুলিশ তদন্ত করেছে তা-ও সমালোচিত হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement