Disha Patani

ছেলেদের মতো চুলের ছাঁট! এখন বলিউড কাঁপান নায়িকা, ছবি দেখে চিনতে পারছেন?

এক নজরে মনে হয় যে, এ বুঝি কোনও ছেলের ছবি। কিন্তু এই ছবি এক তরুণীর। সেই তরুণী আবার বর্তমানে হিন্দি চলচ্চিত্রজগতের নামী অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৬:৩৯
Share:

ছবি: সংগৃহীত।

দাঁতকপাটি বার করা। গোল গোল চোখ করে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে খুদে। চুলও ছোট ছোট করে ছাঁটা। এক নজরে মনে হয় যে, এ বুঝি কোনও ছেলের ছবি। কিন্তু এই ছবি এক তরুণীর। সেই তরুণী আবার বর্তমানে হিন্দি চলচ্চিত্রজগতের নামী অভিনেত্রী। সমাজমাধ্যমে এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

বলিপাড়া সূত্রে খবর, এই ছবিটি আসলে বলি অভিনেত্রী দিশা পটানীর। ২০১৭ সালে নাকি ছবিটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলেন দিশা। ছবিটি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘‘কিছু জিনিস কখনও বদলায় না। আমি এখন বুঝতে পারি যে, আমার হাসি কোথা থেকে এসেছে। ছোটবেলায় আমি যখন টমবয় ছিলাম তখন থেকেই এই হাসি আমার মুখে লেগে রয়েছে।’’

বলি অভিনেত্রী দিশা পটানী। ছবি: সংগৃহীত।

শৈশব প্রসঙ্গে এক সাক্ষাৎকারে দিশা বলেছিলেন, ‘‘বাবা সব সময় আমার চুল ছোট করে কাটিয়ে দিতেন। আমার হাবভাবও কিছুটা ছেলেদের মতোই ছিল। নবম শ্রেণি পর্যন্ত আমার চুলের ছাঁট ছোট ছিল। ক্লাসের কোনও ছেলে আমার ধারেকাছে ঘেঁষত না। কেউ প্রেমের প্রস্তাব দিয়ে মিষ্টি মিষ্টি কথাও বলেনি। দশম শ্রেণিতে ওঠার পর আমি চুল বড় রাখা শুরু করলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement