Viral Video

স্ত্রীর সঙ্গে মঞ্চ কাঁপালেন কেজরী, কন্যার বিয়েতে ‘পুষ্পা ২’-এর গানে নাচ দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর! ভাইরাল ভিডিয়ো

কেজরীওয়ালের পরনে আকাশি পাঞ্জাবি। রংমিলন্তি করে তাঁর স্ত্রীও একটি আকাশি লেহঙ্গা পরেছেন। ব্যাকগ্রাউন্ড থেকে গান ভেসে আসছে ‘অঙ্গারো কা অম্বর সা লগতা হ্যায় মেরা স্বামী’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৩:১১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

স্ত্রীর সঙ্গে রংমিলন্তি করে পোশাক পরেছেন। মঞ্চে উঠে কখনও এ দিক-সে দিক হাত ছুড়ছেন। কখনও আবার গানের ছন্দ মিলিয়ে স্ত্রীর সঙ্গে কোমর দোলাচ্ছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরীওয়াল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

শুক্রবার কেজরীওয়ালের কন্যা হর্ষিতা আগরওয়াল সাত পাকে বাঁধা পড়লেন। হর্ষিতার বিয়ে উপলক্ষে সঙ্গীত অনুষ্ঠানে স্ত্রী সুনীতা আগরওয়ালের সঙ্গে মঞ্চে উঠে নাচ করতে দেখা গেল কেজরীওয়ালকে। কেজরীওয়ালের পরনে আকাশি পাঞ্জাবি। রংমিলন্তি করে তাঁর স্ত্রীও একটি আকাশি লেহঙ্গা পরেছেন। ব্যাকগ্রাউন্ড থেকে গান ভেসে আসছে ‘অঙ্গারো কা অম্বর সা লগতা হ্যায় মেরা স্বামী’।

‘পুষ্পা ২’ ছবির এই গানটির সঙ্গে তাল মিলিয়ে সস্ত্রীক নাচ করছেন কেজরীওয়াল। দম্পতির পারফরম্যান্স দেখে সঙ্গীতের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা হইহই করে উঠলেন। ‘দ্যবিগডেডান্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় কেজরীওয়ালের নাচের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের নাচের ভিডিয়োও।

Advertisement

কেজরীওয়াল-কন্যার বিয়েতে ভাংড়া নাচতে দেখা গিয়েছে তাঁকে। ‘জীতেন্দ্র’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োগুলি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে যাওয়ার পর জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement