Viral Video

পাপারাৎজ়িদের সামনেই স্বামীকে বকলেন ভন্সালীর বোন! স্ত্রীর কাছে ধমক খেয়ে থমকে গেলেন প্রৌঢ়

বেলার স্বামী কিছুটা এগিয়ে যেতেই ঘটল অঘটন। বেলা সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেলেন। কিন্তু তার দোষ চাপালেন স্বামীর ঘাড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৫ ১৪:১৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বলিপাড়ার জনপ্রিয় ছবিনির্মাতার বোন বলে কথা! ছবিশিকারিরা ঘিরে তো ধরবেনই। তাঁদের ক্যামেরার লেন্সে স্বামীর সঙ্গে ধরা দিয়েছিলেন বলি পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীর বোন বেলা সেহগল। কিন্তু বেলার স্বামীর ছিল তাড়া। পাপারাৎজ়িদের হাত থেকে দ্রুত মুক্তি পেতে সেখান থেকে চলে যেতে চাইছিলেন তিনি। সে কথা বুঝতে পারেননি বেলা।

Advertisement

বেলার স্বামী কিছুটা এগিয়ে যেতেই ঘটল অঘটন। বেলা সিঁড়ি থেকে নামতে গিয়ে হোঁচট খেলেন। কিন্তু তার দোষ চাপালেন স্বামীর ঘাড়ে। পাপারাৎজ়িদের সামনেই স্বামীকে বকাঝকা করে বসলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘ফিল্মিফ্যানাটিক্‌স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, স্বামীর হাত ধরে ছবি তোলার জন্য পোজ় দিচ্ছিলেন বেলা। সিঁড়ির উপর দাঁড়িয়েছিলেন তিনি। বেলার স্বামী এগিয়ে গেলে তাঁর হাত ধরে সিঁড়ি থেকে এক ধাপ নেমে পড়েন বেলা। সিঁড়ি থেকে নামতে গিয়েই হোঁচট খান তিনি।

Advertisement

দু’হাত দিয়ে স্বামীর হাত আঁকড়ে ধরেন তিনি। স্বামীর হাত ঝাঁকিয়ে বেলা বলেন, ‘‘দীপক, আমি পড়ে যাব।’’ বেলার চোখেমুখে বিরক্তি এবং ভয়ের রেখা ফুটে ওঠে। ছবিশিকারিদের সামনে তিনি এমন ভাবে তাঁর স্বামীকে বকাঝকা করলেন, যেন স্বামীর কারণেই তিনি পড়ে যাচ্ছিলেন। বেলার আচরণ দেখে মুখ বন্ধ করে সেখান থেকে সরে যান তাঁর স্বামী। পাপারাৎজ়িরা বেলার উদ্দেশে বলতে থাকেন, ‘‘আপনি ধীরেসুস্থে হাঁটুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement