Bizarre News

শরীরের বিশেষ অঙ্গ নিখুঁত রাখতে মাসে ৩ লক্ষ টাকা খরচে প্রশিক্ষক রেখেছেন! মডেলের দাবিতে হইচই

ক্যারল জানিয়েছেন, শরীরের নির্দিষ্ট একটি অঙ্গের পরিচর্যার জন্য এবং সেই অঙ্গ নিখুঁত রাখতে মাসে তিন লক্ষ টাকা বেতন দিয়ে এক জন প্রশিক্ষক রেখেছেন তিনি। আর তার পরেই হইচই পড়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ০৮:০০
Share:

ছবি: সংগৃহীত।

শরীরের একটি মাত্র অঙ্গ ঠিক রাখতেই হবে। কোনও ভাবেই যেন মেদ না জমে সেখানে! আর সেই অঙ্গের পরিচর্যার জন্য মাসিক তিন লক্ষ টাকা বেতনের প্রশিক্ষর রেখেছেন ব্রাজিলের এক মডেল! ব্রাজিলিয়ান ওই মডেলের নাম ক্যারল রোজ়ালিন। নিজের দেশে এবং দেশের বাইরেও তিনি সমান জনপ্রিয়।

Advertisement

সংবাদমাধ্যম ‘ডেলি মেল’-এর প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক অতীতে ‘সবচেয়ে নিখুঁত দেহের অধিকারিণী’র তকমা পেয়েছেন ব্রাজিলের সাও পাওলোর মডেল ক্যারল। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তাঁকে ওই তকমা দিয়েছিল ‘প্লেবয় অস্ট্রেলিয়া’। সেই সময় তাঁকে নিয়ে প্রচুর হইচই হয়েছিল। তবে সম্প্রতি তাঁর বিবৃতিতে আবার হইচই পড়েছে।

ক্যারল জানিয়েছেন, শরীরের নির্দিষ্ট একটি অঙ্গের পরিচর্যার জন্য এবং সেই অঙ্গ নিখুঁত রাখতে মাসে তিন লক্ষ টাকা বেতন দিয়ে এক জন প্রশিক্ষক রেখেছেন তিনি। আর তার পরেই হইচই পড়েছে। কী সেই বিশেষ অঙ্গ, তা জানতে কৌতূহল প্রকাশ করেছেন নেটাগরিকেরা। উত্তরও পেয়েছেন। ২৫ বছর বয়সি ক্যারল একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছেন, তাঁর শরীরের ওই নির্দিষ্ট অঙ্গটি হল নিতম্ব। নিতম্বকে নিখুঁত রাখতেই প্রশিক্ষক রেখেছেন তিনি। নিতম্বের আকার ঠিক রাখতে তিনি কঠিন পরিশ্রম করেন বলেও ক্যারল জানিয়েছেন।

Advertisement

কিন্তু নিতম্বের আকার ঠিক রাখতে কী করেন ক্যারল? ব্রাজিলিয়ান মডেল জানিয়েছেন, প্রতি সপ্তাহে কমপক্ষে আড়াই হাজার ওঠবস করতে হয় তাঁকে। খাবারও খান মেপে মেপে। আর পুরোটাই তিনি করেন প্রশিক্ষকের তদারকিতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement