Viral Video

বিনামূল্যে সিগারেট দিতে নারাজ বিক্রেতা! রাগে দোকান ভাঙচুর করে সিগারেটের প্যাকেট নিয়ে পালালেন তরুণ, ভাইরাল ভিডিয়ো

একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করছেন এক দল তরুণ। দোকানদারের কাছ থেকে একের পর এক সিগারেট চেয়ে যাচ্ছেন তাঁরা। কিন্তু সেগুলির দাম আর মেটাচ্ছিলেন না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৭:০১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্ধুবান্ধবের সঙ্গে পানের দোকানে আড্ডা মারতে গিয়েছিলেন তরুণ। দলের প্রত্যেকেই দোকানদারের কাছ থেকে ক্রমাগত সিগারেট নিয়ে যাচ্ছিলেন। অথচ সেগুলির দাম মেটাচ্ছিলেন না তাঁরা। বিষয়টি খেয়াল করেছিলেন বিক্রেতা। এর পর সিগারেট চাইলেও দিতে চাননি তিনি। দোকানদারের এই আচরণ দেখে খেপে যান এক তরুণ। জামার ভিতর থেকে ধারালো অস্ত্র বার করে দোকানে ভাঙচুর করতে শুরু করলেন তিনি। তার পর দোকান থেকে কয়েকটি সিগারেটের প্যাকেট চুরি করে সেখান থেকে পালিয়ে গেলেন তরুণ। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘দ্যইন্ডিয়ানসারকাজ়ম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে গল্প করছেন এক দল তরুণ। দোকানদারের কাছ থেকে একের পর এক সিগারেট চেয়ে যাচ্ছেন তাঁরা। দোকানদারও তাঁদের হাতে সিগারেট ধরিয়ে যাচ্ছিলেন। কিন্তু সেগুলির দাম আর মেটাচ্ছিলেন না তরুণের দল। এর পর টাকা না দিলে আর তাঁদের সিগারেট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন বিক্রেতা।

সে কথা তরুণদের জানাতেই খেপে গেলেন এক তরুণ। জামার ভিতর থেকে ধারালো অস্ত্র বার করে দোকান ভাঙচুর করতে শুরু করলেন তিনি। তার পর দোকান থেকে সিগারেটের কয়েকটি প্যাকেট চুরি করে সেখান থেকে দলবল নিয়ে পালিয়ে গেলেন তরুণ। সম্প্রতি পুণের বিমাননগর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরায় পুরো দৃশ্যটি ধরা পড়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেছেন নেটাগরিকদের একাংশ। পুলিশ যেন তরুণদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে, সেই অনুরোধ করেছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement