ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
দিনকয়েক বাদেই বিয়ে। সেই উপলক্ষে ফোটোশুট করতে গোয়ায় গিয়েছেন যুগল। ছবি এবং ভিডিয়োয় অভিনবত্ব ফুটিয়ে তোলার ভার পড়েছিল আলোকচিত্রশিল্পীর। মাথায় নতুন ধরনের ভাবনা আসতেই তা হবু দম্পতিকে জানান তিনি। আলোকচিত্রশিল্পীর কথা শুনে একবাক্যে রাজি হয়ে যান তাঁরা। চলন্ত এসইউভির ছাদে বিপজ্জনক ভাবে শুয়ে পড়েন দু’জনে। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে যান এক পথচারী। গাড়ি থামিয়ে যুগল এবং আলোকচিত্রশিল্পীকে শাসন করেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইনগোয়া২৪x৭’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কালো রঙের চলন্ত এসইউভির উপর শুয়ে রয়েছেন এক যুগল। তরুণী শুয়ে রয়েছেন চলন্ত এসইউভির ছাদে এবং তরুণ গা এলিয়ে শুয়ে রয়েছেন গাড়ির বনেটের উপর। সম্প্রতি এই ঘটনাটি গোয়ার ব্রিটোনা-সালভাদোর দো মোন্ডো রোডে ঘটেছে। জানা গিয়েছে যে, কিছু দিন পরেই বিয়ে ওই যুগলের। গোয়ায় সেই উপলক্ষে ‘প্রিওয়েডিং ফোটোশুট’ করছেন তাঁরা।
খুব ধীর গতিতে গাড়ি চালাচ্ছিলেন এক তরুণ। চলন্ত গাড়ির উপর এমন বিপজ্জনক ভাবে তরুণ-তরুণীকে শুয়ে থাকতে দেখে ইশারা করে গাড়ি থামানোর ইঙ্গিত করেন এক পথচারী। পথচারীকে দেখে গাড়ি থেকে নেমে পড়েন তরুণ আলোকচিত্রশিল্পী। চলন্ত গাড়ির উপর শুয়ে কী করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন পথচারী। আলোকচিত্রশিল্পী জানান যে, ওই যুগলের শীঘ্রই বিয়ে। সেই উপলক্ষে রাস্তায় ‘প্রিওয়েডিং শুট’ করছেন তাঁরা। এমন বিপজ্জনক ভাবে ফোটোশুট করার জন্য যুগল এবং আলোকচিত্রশিল্পীকে বকাবকি করেন সেই পথচারী।
আলোকচিত্রশিল্পী জানান যে, তিনি ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে গাড়ি চালাচ্ছিলেন। এই গতিবেগে কোনও অঘটন হওয়া সম্ভব নয়। কিন্তু পথচারী কোনও কথা শুনতে নারাজ। যুগলকে গাড়ির ছাদ থেকে নেমে পড়ার নির্দেশ দেন তিনি। পথচারীর কথা শুনে তাঁরা ছাদ থেকে নেমেও পড়েন। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে নেটপা়ড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আজকাল বিয়ের অনুষ্ঠান ঘিরে জাঁকজমকই বেশি। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য সব রকম ঝুঁকি নিতে প্রস্তুত যুগল। প্রাণ যায় যাক, ছবি ভাল আসা চাই।’’