Bizarre

৫২ বছর ধরে বাসা বেঁধেছিল ক্ষুদ্রান্ত্রে! শৈশবের ভুলে যাওয়া ‘খেলার ভুল’-এর খেসারত দিতে হল বৃদ্ধকে

স্বাস্থ্যপরীক্ষা করে চিকিৎসকেরা জানতে পারেন যে, ইয়াংয়ের ক্ষুদ্রান্ত্রে ছোট, পাতলা একটি জিনিস আটকে রয়েছে। ভাল করে লক্ষ করে তাঁরা দেখেন যে, সেটি বাচ্চাদের টুথব্রাশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১১:৩৮
Share:

—প্রতীকী ছবি।

১২ বছর বয়সে খেলাধুলা করতে গিয়ে মস্ত বড় ভুল করে ফেলেছিলেন। বকা খাওয়ার ভয়ে সেই কথা কাউকে জানাননি তিনি। তার পর ৫২টা বসন্ত পার হয়ে গিয়েছে। স্মৃতির পাতা থেকে সেই ঘটনাও মুছে গিয়েছিল। কিন্তু ৫২ বছর পর সেই ভুলের খেসারত দিতে হল বৃদ্ধকে।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ৬৪ বছর বয়সি বৃদ্ধের নাম ইয়াং। চিনের আনহুইয়ের বাসিন্দা তিনি। কয়েক দিন থেকে প্রচণ্ড বুকে ব্যথা করছিল তাঁর। সহ্য করতে না পেরে হাসপাতালে ভর্তি করানো হয় ইয়াংকে। সেখানে এন্ডোস্কোপি এবং বিভিন্ন ধরনের স্ক্যান করানো হয় ইয়াংয়ের।

স্বাস্থ্যপরীক্ষা করে চিকিৎসকেরা জানতে পারেন যে, ইয়াংয়ের ক্ষুদ্রান্ত্রে ছোট, পাতলা একটি জিনিস আটকে রয়েছে। ভাল করে লক্ষ করে তাঁরা দেখেন যে, সেটি বাচ্চাদের টুথব্রাশ। ক্ষুদ্রান্ত্রের ভিতর বাচ্চাদের দাঁত মাজার ব্রাশ দেখে অবাক হয়ে যান চিকিৎসকেরা। ইয়াংকে সে কথা জানাতেই স্মৃতিচারণ করতে শুরু করেন তিনি। তার পর ইয়াংয়ের মনে পড়ে যায় ৫২ বছর আগেকার একটি ঘটনা। তখন তাঁর ১২ বছর বয়স।

Advertisement

টুথব্রাশ নিয়ে খেলা করছিলেন তিনি। খেলতে খেলতে ভুলবশত টুথব্রাশটি গিলে ফেলেন তিনি। মায়ের কাছে বকা খাওয়ার ভয়ে সে কথা জানাতেও পারেননি তিনি। ইয়াং ভেবেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে টুথব্রাশটি গলে যাবে। পরে কোনও শারীরিক সমস্যা না হওয়ায় এই ঘটনার কথা ভুলেই গিয়েছিলেন তিনি।

৫২ বছর পর সেই ভুলের খেসারতই দিতে হল তাঁকে। হাসপাতালের চিকিৎসকেরা জানান, এটি বিরলতম উদাহরণ। ইয়াং যে এত দিন কোনও সমস্যা ছাড়াই বহাল তবিয়তে বেঁচে রয়েছেন তা-ই তাজ্জব ব্যাপার। ৫২ বছর ধরে টুথব্রাশটি ক্ষুদ্রান্ত্রের একই জায়গায় আটকে ছিল। অস্ত্রোপচার করে সেটি বার করেছেন চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর এখন পুরোপুরি সুস্থ রয়েছেন ইয়াং।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement