শনিবার থেকে ওটিটির পর্দায় সম্প্রচার শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের নতুন সিজ়নের। কৌতুকে ভরা এই রিয়্যালিটি শোয়ে এ বার রয়েছে নতুন চমক। ছ’বছর পর বিচারকের আসনে ফিরে আসতে দেখা গিয়েছে নভজ্যোত সিংহ সিধুকে। সঙ্গে রয়েছে বহু চেনা মুখ।
শোয়ের প্রথম পর্ব মুক্তির পর থেকেই অনুষ্ঠানের সঙ্গে জুড়ে থাকা তারকাদের পারিশ্রমিক নিয়ে আলোচনা শুরু হয়েছে। দেখা গিয়েছে সেই টাকার অঙ্কে রয়েছে বিস্তর ফারাক। কেউ উপার্জন করে লাখে, কেউ আবার এই শোয়ে কাজ করে কোটি কোটি টাকা পারিশ্রমিক ঘরে নিয়ে যান।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের তৃতীয় সিজ়নের প্রথম পর্ব মুক্তি পেয়েছে শনিবার। এই পর্বে অতিথি ছিলেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। অতিথিকে নিয়ে হাসি-মজায় মেতেছিলেন শোয়ের সঞ্চালক কপিল শর্মা। জানা গিয়েছে, অনুষ্ঠানের সঙ্গে যাঁরা জড়িয়ে রয়েছেন, তাঁদের সকলের চেয়ে বেশি পারিশ্রমিক পান কপিল।
বলিপাড়া সূত্রে খবর, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের আগের দু’টি সিজ়নে মোট ১৩টি করে পর্ব ছিল। প্রতিটি পর্বের সঞ্চালনা করে পাঁচ কোটি টাকা উপার্জন করেছিলেন কপিল। তৃতীয় সিজ়নেও পর্বসংখ্যার কোনও নড়চড় হবে না। কানাঘুষো শোনা যাচ্ছে, কপিলের পারিশ্রমিকেও বিশেষ পরিবর্তন হবে না এ বার।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ১৩টি পর্বের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের তৃতীয় সিজ়নে সঞ্চালনা করে প্রতি পর্বে পাঁচ কোটি টাকা উপার্জন করছেন কপিল। অর্থাৎ, সম্পূর্ণ সিজ়ন থেকে তিনি মোট ৬৫ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন।
২০১৮ সালে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের বিচারকের আসনে দেখা যেত নভজ্যোত সিংহ সিধুকে। ছোট ছোট মজাদার সংলাপ এবং মনখোলা হাসি দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু এক বছর পর সেই আসনে দেখা যায় নতুন মুখ।
২০১৯ সালে পুলওয়ামার জঙ্গি হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া নভজ্যোত। তার পরেই কপিল শর্মার শোয়ে বিচারকের আসন থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। নভজ্যোতের পরিবর্তে বিচারকের আসনে বসেন অর্চনাপূরণ সিংহ।
বলিপাড়া সূত্রে খবর, ২০১৯ সালের পর থেকে কপিল শর্মার শোয়ের সঙ্গে যুক্ত রয়েছেন অর্চনা। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের তৃতীয় সিজ়নেও দেখা গিয়েছে তাঁকে। এই সিজ়নের প্রতি পর্বে ১০ থেকে ১২ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। কিন্তু তাঁর ভূমিকা যেন অনেকটা অতিথিশিল্পীর মতো। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন অর্চনা।
অর্চনার দাবি, তাঁকে শুধুমাত্র জোরে জোরে হাসার জন্য পারিশ্রমিক দেওয়া হয়। তিনি বিচারকের আসনে বসে থাকেন ঠিকই। কিন্তু কোনও অতিথিশিল্পী যেমন অনুষ্ঠান উপভোগ করে থাকেন, অর্চনার কাজও অনেকটা তেমনই। কপিলও সঞ্চালনার সময় অর্চনাকে নিয়ে মজা করতে থাকেন।
বলিপাড়ার গুঞ্জন, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের প্রথম সিজ়নে বিচারকের আসনে বসে প্রতি পর্বে নাকি ২৫ লক্ষ টাকা আয় করতেন নভজ্যোত। তখন তাঁকে দেখা গিয়েছিল টেলিভিশনের পর্দায়। এখন এই শো জায়গা করে নিয়েছে ওটিটির পর্দায়। ছ’বছর পর এই অনুষ্ঠানে ‘কামব্যাক’ করে পারিশ্রমিকও বেড়ে গিয়েছে তাঁর।
অন্দরমহলে কান পাতলে শোনা যায়, অর্চনার চেয়ে নাকি তিন থেকে চার গুণ বেশি আয় করেন নভজ্যোত। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের তৃতীয় সিজ়নে অর্চনার সঙ্গে সহ-বিচারক হিসাবে দেখা গিয়েছে তাঁকে। প্রতি পর্বে ৩০ থেকে ৪০ লক্ষ টাকা আয় করেছেন নভজ্যোত।
‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ে পর্বের মাঝে বিনোদন জোগাতে দেখা যায় সুনীল গ্রোভার, ক্রুষ্ণা অভিষেক এবং কিকু শারদার মতো কৌতুকাভিনেতাদের। পারিশ্রমিকের দিক দিয়ে তাঁদের মধ্যেও পার্থক্য দেখা যায়।
বলিপাড়ার জনশ্রুতি, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ে প্রতি পর্বে পারফর্ম করে ২৫ লক্ষ টাকা উপার্জন করেছেন সুনীল। এই শোয়ের পার্শ্বচরিত্রাভিনেতাদের মধ্যে পারিশ্রমিকের দিক থেকে তিনিই এগিয়ে রয়েছেন।
বলিউড সূত্রে জানা যায়, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের প্রতি পর্বে অভিনয় করে ৭ লক্ষ টাকা আয় করেছেন কিকু।
কপিল শর্মার আগের শোয়ে কৌতুকাভিনেতা হিসাবে উপস্থিত ছিলেন রাজীব ঠাকুর। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের তৃতীয় সিজ়নেও দেখা যাবে তাঁকে। বলিপাড়া সূত্রে খবর, প্রতি পর্বে অভিনয় করে ৬ লক্ষ টাকা আয় করেছেন রাজীব।
কপিল শর্মার শোয়ে কৌতুকাভিনেতা হিসাবে যাঁর পারফরম্যান্স নজর কাড়ে, তিনি হলেন ক্রুষ্ণা। কানাঘুষো শোনা যায় যে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’য়ের তৃতীয় সিজ়নের প্রতি পর্বে পারফর্ম করে ১০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি।