—প্রতীকী ছবি।
শুধুমাত্র এক রাতের জন্য হোটেলের ঘর বুক করেছিলেন তরুণী। কিন্তু মাঝরাতে হোটেলে যাওয়ার আধ ঘণ্টার মধ্যে মতবদল করে ফেললেন তিনি। আর হোটেলে থাকতে ইচ্ছা করল না তাঁর। তাই নিজের বুকিং বাতিল করার সিদ্ধান্ত নিলেন তিনি। কিন্তু হোটেলের বুকিং বাতিল করতে গিয়ে মুশকিলে পড়লেন তরুণী। হোটেলের ম্যানেজার তাঁর কোনও অনুরোধ শুনলেন না। রেগেমেগে তরুণী হোটেলের ভিতর এমন কাণ্ড ঘটিয়ে বসলেন যে, তাঁকে হোটেলের ঘরভাড়ার চেয়ে ২৮০ গুণ বেশি টাকা জরিমানা দিতে হল।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম চেন। চিনের গিয়াংসু প্রদেশের বাসিন্দা তিনি। বাইরের হোটেলে এক রাত কাটাবেন বলে ঘর বুক করেছিলেন তিনি। এক রাত থাকার জন্য ১০৮ ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১,৩৪৩ টাকা) খরচ হয়েছিল তরুণীর। মাঝরাতে হোটেলে পৌঁছোন তিনি। ঘরে ঢুকে আধ ঘণ্টা থাকার পর মন বদল হয়ে যায় তাঁর। হোটেলে না থাকার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তরুণী।
হোটেলের ম্যানেজারকে নিজের বুকিং বাতিলের অনুরোধ করেন তিনি। কিন্তু ম্যানেজার জানান যে, হোটেলে পৌঁছোনোর পর আর কোনও বুকিং বাতিল করার নিয়ম নেই। তরুণীর উদ্দেশ্য ছিল, পুরো টাকাটাই আবার যেন ফেরত পেয়ে যান। হোটেলের ম্যানেজারকে তাই অন্য কারণ দর্শালেন তিনি। তরুণী অভিযোগ করলেন, তাঁর ঘরের অবস্থা খুব শোচনীয়। বাইরের শব্দে কান পাতা দায় হয়ে পড়ছে। তাই বুকিং বাতিল করে দিতে চান তিনি। তরুণীর ঘর বদলে দেওয়ার প্রস্তাব দিলেন হোটেলের ম্যানেজার। তা-ও আবার বিনামূল্যে। কিন্তু তাতেও রাজি হলেন না তরুণী। তাঁর পুরো টাকাই ফেরত চাই। হোটেলের নিয়মকানুন শুনে রেগে গিয়ে পুলিশে ফোন করে অভিযোগ জানালেন তরুণী।
হোটেল কর্তৃপক্ষ যে তাঁর সঙ্গে সহযোগিতা করছেন না, সে বিষয়ে নালিশ জানালেন তরুণী। পুলিশ পৌঁছোতে সময় নিলে রাগের চোটে ঘরের ক্ষতি করতে শুরু করেন তিনি। শৌচালয়ে ঢুকে সমস্ত কল খুলে দেন। বিছানার চাদর থেকে শুরু করে ঘরের সব কাপড় জলে ফেলে সেগুলির উপর সাবান ছড়ান তরুণী। ঘরের মেঝে, দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্র জলে ভিজে নষ্ট হতে শুরু করে।
তার ঘর থেকে সিঁড়ি বেয়ে হোটেলের লবিতে জল গড়িয়ে পড়তে টের পান হোটেলের কর্মীরা। সঙ্গে সঙ্গে তরুণীর ঘরের সামনে ছুটে যান সকলে। ইতিমধ্যে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে যায়। তরুণীর সমস্ত কাণ্ডকারখানার বিবরণ পুলিশকে জানান হোটেলের ম্যানেজার। হোটেলের সম্পত্তি নষ্ট করার অপরাধে তরুণীর কাছে মোটা জরিমানা ধার্য করে পুলিশ। টাকা ফেরত পেতে গিয়ে ৩০,০০০ ইউয়ান (ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৩ লক্ষ ৭৩ হাজার ২৩৪ টাকা) জরিমানা দেন তরুণী।