Viral Video

অনুরাগীর বাইকে সই করে দিলেন ধোনি! চালিয়ে কেমন লাগছে তা জানাতেও বললেন তরুণকে, ভিডিয়ো ভাইরাল

প্রিয় ক্রিকেটার তাঁর বাইকে সই করে দেবেন, এই ইচ্ছা ছিল তরুণের। ধোনিকে তা জানাতে অনুরাগীর আবদার ফিরিয়ে দিতে পারলেন না তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৫ ১৬:২১
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ক্রিকেটের পাশাপাশি বাইকের প্রতি অফুরান প্রেম মহেন্দ্র সিংহ ধোনির। সে কারণেই বাইকপ্রেমী অনুরাগীর আবদার ফেলতে পারলেন না তিনি। অনুরাগীর বাইকের সামনে সই করে দিলেন ধোনি। বাইকটি ভাল করে পর্যবেক্ষণও করলেন তিনি। হাসিমুখে তরুণ অনুরাগীকে বললেন, ‘‘বাইকটা চালিয়ে কেমন লাগছে জানাবেন।’’ তার পর সেখান থেকে বিদায় নিলেন সকলের প্রিয় মাহি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘বিসিসিআই_কৃষ্ণ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বাইকের গায়ে সই করছেন ধোনি। লাল রঙের সেই বাইকটি ধোনির এক অনুরাগীর। প্রিয় ক্রিকেটার তাঁর বাইকে সই করে দেবেন, এই ইচ্ছা ছিল তরুণের। ধোনিকে তা জানাতে অনুরাগীর আবদার ফিরিয়ে দিতে পারলেন না তিনি। তা ছাড়া, বাইক নিয়ে আগ্রহও রয়েছে ধোনির। ভাল করে অনুরাগীর সদ্য কেনা বাইকটি পর্যবেক্ষণ করলেন তিনি। তার পর বাইকের গায়ে সই করে দিলেন। অনুরাগীর উদ্দেশে বললেন, ‘‘বাইকটি চালিয়ে কেমন লাগছে তা জানাবেন।’’ এই কথা বলে সেখান থেকে চলে গেলেন ধোনি।

ভিডিয়োটি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। ধোনিকে ‘মাটির মানুষ’ বলে উল্লেখও করেছেন তাঁরা। কয়েক জন আবার তরুণের উদ্দেশে মজা করে লিখেছেন, ‘‘৩.৩২ লক্ষ টাকা খরচ করে বাইকটি কিনেছিলেন। ধোনি সই করার পর আপনার বাইকের দাম বেড়ে কোটি কোটি টাকা হয়ে গেল।’’ সংবাদমাধ্যম সূত্রে খবর, বাইকের প্রতি মাহির এতই ভালবাসা রয়েছে যে, রাঁচিতে নিজের ফার্মহাউসে আলাদা ভাবে একটি গ্যারাজ তৈরি করেছেন। সেই গ্যারাজের দামি বাইক সংগ্রহ করে রেখেছেন ধোনি।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমে চেন্নাই সুপার কিংস‌ের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন, শেষ মুহূর্তে কোনও অঘটন না ঘটলে ধোনি পরের বছর আইপিএল খেলবেন। ১৫ নভেম্বরের মধ্যে আইপিএলের দলগুলিকে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জানাতে হবে। আগামী কয়েক দিনের মধ্যেই ধোনির সঙ্গে বৈঠকে বসতে পারেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং কোচ স্টিফেন ফ্লেমিং। পরের বছরের দলগঠন নিয়ে আলোচনা করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement