Bizarre

প্রেমিকা বিদেশে গেলে ঘনিষ্ঠ হতে চাইবেন অন্য পুরুষ, ভয়ে তরুণীকে ‘বিশেষ জিনিস’ পরার পরামর্শ আতঙ্কিত প্রেমিকের!

আর্থিক দিক দিয়ে পুরোপুরি সচ্ছল হওয়ার পর বিয়ে করতে চেয়েছিলেন ড্যান। তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েও প্রেম নিবেদন করেননি ড্যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ ১৭:১০
Share:

—প্রতীকী ছবি।

ছোটবেলা থেকেই সরীসৃপের প্রতি আগ্রহ রয়েছে তরুণীর। অস্ট্রেলিয়ায় বিভিন্ন প্রজাতির সরীসৃপ পাওয়া যায় বলে সেখানেই পড়তে যেতে চেয়েছিলেন তিনি। ১২ বছর বয়স থেকে সেই স্বপ্ন বুনেছেন তরুণী। অবশেষে সেই স্বপ্ন পূরণ করার সুযোগও পেলেন তিনি। সরীসৃপের জীবন নিয়ে পড়াশোনা করতে শেষমেশ অস্ট্রেলিয়ায় পাড়ি দিচ্ছেন তরুণী। কিন্তু তা জেনে আনন্দ পাওয়ার চেয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করলেন তাঁর প্রেমিক। প্রেমিকা যদি বিদেশে পড়াশোনা করতে যান, তবে তাঁকে ‘সিঙ্গল’ ভেবে অন্য পুরুষই নিশ্চয়ই প্রেমের প্রস্তাব দেবেন।

Advertisement

তাঁর প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ হতেও চাইতে পারেন। ভিন্‌দেশে থেকে কী করে প্রেমিকাকে আগলে রাখবেন তিনি? এ সব চিন্তা করে ঘাবড়ে যান তরুণ। প্রেমিকার ‘নিরাপত্তা’র কথা ভেবে তাঁকে অদ্ভুত পরামর্শ দিয়ে বসেন তিনি। প্রেমিকের কথা শুনে চমকে যান তরুণী। সমাজমাধ্যমের পাতায় সেই ঘটনার উল্লেখ করে পোস্ট করেছেন তিনি (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘আর/আইটাহ’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি পোস্ট করা হয়েছে। সেই পোস্টে প্রেমিকের অদ্ভুত আচরণের কথা উল্লেখ করেছেন এক তরুণী। ২৪ বছরের সেই তরুণী আমেরিকার বাসিন্দা। তাঁর প্রেমিক ড্যানের চেয়ে এক বছরের ছোট তরুণী। সরীসৃপের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তরুণীর। তাঁর যখন ১২ বছর বয়স, তখন থেকেই অস্ট্রেলিয়ায় গিয়ে সরীসৃপ বিশেষজ্ঞ হতে চাইতেন তিনি। সেই স্বপ্ন পূরণও করেন তরুণী। অস্ট্রেলিয়ায় গিয়ে সরীসৃপের জীবন নিয়ে পড়াশোনা করার সুযোগ পেয়েছেন তিনি। আনন্দ আর ধরে রাখতে পারছিলেন না তরুণী। পাশাপাশি পরিবার-বন্ধুবান্ধব ছেড়ে এত দূরে গিয়ে থাকতে হবে ভেবেও মনখারাপ করছিল তাঁর।

Advertisement

তরুণীর দাবি, তিনি নাকি বিয়ের পর অস্ট্রেলিয়ায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। ড্যানের সঙ্গে সেই বিষয়ে আলোচনাও হত তাঁর। বিয়ের জন্য যে আর্থিক সচ্ছলতা থাকা প্রয়োজন, তার অভাব ছিল দু’জনের। আর্থিক দিক দিয়ে পুরোপুরি সচ্ছল হওয়ার পর বিয়ে করতে চেয়েছিলেন ড্যান। তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েও প্রেম নিবেদন করেননি ড্যান। কিন্তু প্রেমিকার বিদেশ যাওয়ার কথা শুনেই সব কিছু যেন গুলিয়ে গেল তাঁর।

অস্ট্রেলিয়ায় নতুন জীবন শুরু করার আগে সেখানে পরিবারের সঙ্গে এক মাসের জন্য ছুটি কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণী। তিনি যে ঘুরতে যাওয়া নিয়ে খুব উৎসাহী, সে কথা ড্যানকে জানিয়েছিলেন তরুণী। কিন্তু ড্যান যেন তাঁর কথায় কর্ণপাতই করলেন না। বরং, তরুণীকে একটি ‘বিশেষ জিনিস’ পরার পরামর্শ দিলেন তিনি।

তরুণী লেখেন, ‘‘আমি ড্যানের সঙ্গে বসে টিভি দেখছিলাম। ওকে বলছিলাম যে, আমি পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়া নিয়ে কতটা উৎসাহী। কিন্তু ড্যান আমার কথা শুনলই না। আমার সামনে বড় একটি আংটি তুলে ধরল ও।’’ আংটি ধরে ড্যান তরুণীকে বলেন, ‘‘তুমি অস্ট্রেলিয়ায় যাবে এখন। কিন্তু তোমার তো বিয়ে হয়নি। বিয়ে হওয়ার পর না হয় আমি তোমার সঙ্গে গিয়ে থাকব। লোকজন বুঝতেই পারবেন যে, আমরা স্বামী-স্ত্রী। কিন্তু এখন তো সে কথা জানতে পারবেন না। তোমায় ‘সিঙ্গল’ ভেবে অন্য পুরুষ তো প্রেমের প্রস্তাব দিতেই পারেন। তুমি বরং এই আংটিটা পরে থেকো সব সময়। তা হলে অন্য লোকে ভাববেন যে, তোমার বাগ্‌দান হয়ে গিয়েছে।’’

প্রেমিকের মুখে এ কথা শুনে অবাক হয়ে গেলেন তরুণী। ড্যান তাঁকে বিয়ের প্রস্তাব দেননি। তাঁদের আনুষ্ঠানিক ভাবে আংটিবদলও হয়নি। তা হলে তিনি নকল আংটি পরে নিজেকে অন্য কারও বাগ্‌দত্তা হিসাবে পরিচয় দেবেন কেন? ড্যানের পরামর্শ শুনে তা ফিরিয়ে দিলেন তরুণী। আংটি পরতে রাজি হলেন না তিনি। তা নিয়ে বিস্তর ঝামেলা হল দু’জনের। রাগ করে বাইরের ঘরের সোফায় শুয়ে পড়লেন ড্যান। পরে ড্যানের মা তরুণীকে মেসেজ করে বললেন, ‘‘তুমি যা করেছ তা ঠিক করোনি। সামান্য একটা আংটি পরলে যদি ড্যানের মন শান্ত হত, তা হলে পরে নিতে পারতে।’’

এই ঘটনার পর তরুণীর মনে প্রশ্ন জাগতে শুরু করেছে। তাঁর পরিবারের সকলে ড্যানকে বাড়ির ছেলের মতো ভালবাসেন। তাই এই ঘটনার ব্যাপারে জানালে তরুণীর পরিবারের লোকেরা অন্য কিছুও ভাবতে পারেন। ড্যানকে আদৌ বিয়ে করবেন কি না তা নিয়ে সন্দেহ জেগেছে তরুণীর মনে। নেটাগরিকদের একাংশ লিখেছেন, ‘‘তোমার প্রেমিক বিয়ের প্রস্তাব দেননি, কিন্তু নকল আংটি পরে ঘুরে বেড়াতে বলছেন। তোমার উপর কোনও বিশ্বাস নেই। নিরাপত্তাহীনতা থেকে এমন আচরণ করছেন। এই ধরনের মানুষের সঙ্গে সারা জীবন কাটাতে পারবেন কি না তা ভেবে দেখুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement