Viral

৩৭ বছর পরে পুত্রকে খুঁজে পেলেন দম্পতি! হারিয়ে যাওয়ার কারণ শুনে হতবাক অনেকেই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুত্রকে ছাড়া ৩৭ বছর কাটানো ওই ব্যক্তির নাম লি। আগে থেকেই দু’টি সন্তান ছিল তাঁর। হারিয়ে যাওয়া পুত্র ছিলেন তাঁর তৃতীয় সন্তান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৪ ১১:৫৫
Share:

ছবি: সংগৃহীত।

৩৭ বছর পর হারিয়ে যাওয়া পুত্রকে খুঁজে পেলেন এক দম্পতি। মিলন হল মধুর। পুত্রকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন মা। বাবার চোখেও জল। চিনের এই ঘটনা ইতিমধ্যেই হইচই ফেলেছে। তবে তার থেকেও বেশি হইচই ওই চিনা দম্পতির সঙ্গে পুত্রের বিচ্ছেদ হওয়ার কারণ নিয়ে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুত্র ছাড়া ৩৭ বছর কাটানো ওই ব্যক্তির নাম লি। আগে থেকেই দু’টি সন্তান ছিল তাঁর। হারিয়ে যাওয়া পুত্র ছিলেন তাঁর তৃতীয় সন্তান। কিন্তু ১৯৮৬ সালে জন্মের সঙ্গে সঙ্গেই লি-র মা ভাবেন যে, তাঁর পুত্র-বৌমা আরও একটি সন্তান প্রতিপালনের জন্য আর্থিক ভাবে সক্ষম নন। তাই জন্মের এক দিন পরে ছেলে-বৌমার সম্মতি ছাড়াই টাকার বিনিময়ে নাতিকে স্থানীয় এক পরিবারের হাতে তুলে দেন তিনি। যদিও কত টাকার বিনিময়ে তিনি নাতিকে দিয়ে দিয়েছিলেন তা জানা যায়নি।

সংবাদমাধ্যম এসসিএমপির প্রতিবেদন অনুযায়ী, মা মারা যাওয়ার পরেই হারানো পুত্রের খোঁজে ঘুরে ঘুরে তিন দশক কাটিয়ে দেন লি এবং তাঁর স্ত্রী। কারণ, যে পরিবারের কাছে তাঁর সন্তান ছিল, তারা অনেক আগেই ওই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। এর পর চিনের জন নিরাপত্তা মন্ত্রকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে দম্পতির রক্তের নমুনা শানডং প্রদেশের জাওজুয়াং-এ বসবাসকারী পাং নামের এক ব্যক্তির সঙ্গে মিলে যায়। এর পর খোঁজখবর এবং আরও অনেক পরীক্ষা করে দেখা যায়, পাং-ই লি-র হারিয়ে যাওয়া সেই পুত্র। গত ৩ অগস্ট ছেলের সঙ্গে পুনর্মিলন হয়েছে লি এবং তাঁর স্ত্রীর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement