Japan

নেশা কাটছে না? প্রিয় তারকার বিয়ের খবরে মনখারাপ? অফিসে জানালে ছুটি মঞ্জুর করবেন বস্

ওই সংস্থার এক কর্মী সম্প্রতি সারা রাত ধরে মদ্যপান করেছিলেন। সকালে ওঠার পরেও তাঁর নেশা কাটছিল না। মাথা ধরেছিল কর্মীর। সে কথা অফিসে জানানোয় তাঁকে সংস্থার তরফে অর্ধদিবস ছুটি দেওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৭
Share:

—প্রতীকী ছবি।

সারা রাত ধরে মদ্যপান করেছেন বলে সকাল উঠে অফিস যেতে পারছেন না? অথবা প্রিয় তারকা বিয়ের খবর ঘোষণা করেছেন, তা শুনে আপনার মন ভেঙে গিয়েছে? অফিসের ঊর্ধ্বতনদের জানালে তাঁরা মঞ্জুর করবেন ছুটি। এক বেসরকারি প্রযুক্তি সংস্থার তরফে এমনটাই জানানো হয়েছে। তরুণ প্রজন্মের কর্মীদের অনুপ্রাণিত করতে এই পন্থা অবলম্বন করেছে সংস্থা।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, জাপানের ওসাকার এক বেসরকারি প্রযুক্তি সংস্থার তরফে এক অভিনব সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেন তরুণ প্রজন্মের চাকরির প্রতি আকর্ষণ বজায় থাকে। ২০২১ সালে জাপানের খ্যাতনামী অভিনেত্রী উই আরাগাকিকে বিয়ের কথা ঘোষণা করেছিলেন অভিনেতা জেন হোশিনো। সেই সংস্থার এক কর্মীর প্রিয় অভিনেতা ছিলেন জেন। অভিনেতা তাঁর বিয়ের কথা ঘোষণা করেছেন শুনেই মন ভেঙে গিয়েছিল ওই সংস্থার কর্মীর। অফিসে সে কথা জানানোর পর তিনি ছুটি পেয়েছিলেন।

নিজেকে সামলানোর পর ওই কর্মী ছুটি কাটিয়ে আবার কাজে যোগ দিয়েছিলেন। আবার ওই সংস্থার এক কর্মী সম্প্রতি সারা রাত ধরে মদ্যপান করেছিলেন। সকালে ওঠার পরেও তাঁর নেশা কাটছিল না। মাথা ধরেছিল কর্মীর। সে কথা অফিসে জানানোয় তাঁকে সংস্থার তরফে অর্ধদিবস ছুটি দেওয়া হয়। সকালে না গিয়ে সেই কর্মী দুপুরবেলা সুস্থ শরীরে অফিসে গিয়ে মন দিয়ে কাজ শুরু করেন।

Advertisement

সংস্থার প্রেসিডেন্ট দাইগাকু শিমাদার দাবি, সংস্থায় এমন নিয়ম চালু করার পর থেকে ব্যবসার উন্নতি হয়েছে। তা ছাড়া টানা তিন বছরে সংস্থা থেকে কোনও কর্মীই চাকরি ছাড়েননি। তিনি জানান, বেতন বৃদ্ধির পাশাপাশি এই ধরনের সুবিধা কর্মীদের দিলে তাঁরা কাজের অনুপ্রেরণা পান। এমনকি, কাজের প্রতি তরুণ প্রজন্মের আরও বেশি নিষ্ঠা জাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement