Bizarre

বাড়ি বদলের পর স্ত্রীকে লুকিয়ে অতিরিক্ত চাবি অন্যের হাতে তুলে দিলেন স্বামী! হাতেনাতে ধরা পড়লেও পাত্তা দিলেন না তরুণ

নতুন বাড়ি গুছিয়ে ফেলার আগেই স্ত্রীকে লুকিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসেন জন। নতুন বাড়ির অতিরিক্ত চাবি ছিল জনের কাছে। জেনিসের কাছে গোপন করে সেই চাবি জন অন্য এক জনকে দিয়ে দেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৫
Share:

—প্রতীকী ছবি।

সস্ত্রীক সদ্য নতুন বাড়িতে উঠেছেন। বাড়ি বদলের পর ঠিকমতো গোছগাছও শুরু করতে পারেননি তাঁরা। তার মধ্যেই নতুন বাড়ির অতিরিক্ত চাবি অন্য এক জনকে দিয়ে দিলেন তরুণ। স্ত্রীকে গোপন করে এই কাজ করেছিলেন তিনি। এক দিন বাড়িতে ঢুকে সেই মহিলাকে দেখে চমকে যান জেনিস। এ যে জনের মা! বাড়িতে তিনি ঢুকলেন কী ভাবে? তখনই স্বামীর কাণ্ড ফাঁস হয় জেনিসের কাছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ৩০ বছর বয়সি জেনিস (নাম পরিবর্তিত) এবং তাঁর স্বামী জন (নাম পরিবর্তিত) সম্প্রতি নতুন বাড়ি কিনেছেন। পুরনো বাড়ি থেকে কিছু আসবাবপত্র আনলেও নতুন বাড়ি আবার নতুন করেই সাজাতে চান জেনিস। কিন্তু নতুন বাড়ি গুছিয়ে ফেলার আগেই স্ত্রীকে লুকিয়ে এক কাণ্ড ঘটিয়ে বসলেন জন। নতুন বাড়ির অতিরিক্ত চাবি ছিল জনের কাছে। জেনিসের কাছে গোপন করে সেই চাবি জন তাঁর মায়ের হাতে তুলে দেন। জেনিসের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনাও করেননি তিনি।

এর পর এক দিন বাইরে থেকে বাড়িতে ঢুকে শাশুড়িকে দেখেই চমকে যান জেনিস। বাড়ি তো তালাবন্ধ ছিল। জনের মা কী ভাবে ভিতরে প্রবেশ করলেন তা জিজ্ঞাসা করতেই সত্য প্রকাশ্যে আসে। তার পর থেকে কাউকে কিছু না জানিয়ে সেই অতিরিক্ত চাবি নিয়ে জন এবং জেনিসের নতুন বাড়িতে চলে যান জনের মা।

Advertisement

নিজের ইচ্ছেমতো ঘরের আসবাব থেকে শুরু করে রান্নাঘরের জিনিসপত্র সরিয়ে রাখেন তিনি। জনের মায়ের এই স্বভাব ভাল লাগেনি জেনিসের। সে কথাই জনকে জানিয়েছিলেন তিনি। তাঁর অনুমতি ছাড়া কেনই বা জন তাঁর মাকে অতিরিক্ত চাবি দিয়েছিলেন তা নিয়েও আপত্তি জানান জেনিস।

জেনিসের আপত্তি হাওয়ায় উড়িয়ে দেন জন। তাঁর মাকে অতিরিক্ত চাবি দেওয়ার জন্য যে জেনিসের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই সে কথা অকপটে জানান জন। বরং জেনিস যে এই বিষয় নিয়ে আপত্তি জানাচ্ছেন, সেটাই নাকি অদ্ভুত ঠেকে জনের। এই পরিস্থিতিতে কী করবেন তা ঠাহর করতে না পেরে নেটপাড়ায় সাহায্য চান জেনিস।

নেটাগরিকদের একাংশ জেনিসকে নতুন বাড়ির তালা বদলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। আবার কেউ কেউ জেনিসের স্বামীকে কটাক্ষ করে লিখেছেন, ‘‘এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় সব সময় স্বামী-স্ত্রীর মধ্যে আলোচনা করে নেওয়া প্রয়োজন। আপনার স্বামীর মধ্যে নিয়ন্ত্রণবোধ কাজ করে। আপনি ভবিষ্যৎ নিয়ে আরও সচেতন থাকুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement