ছবি: এআই সহায়তায় প্রণীত।
নতুন বাড়ি কেনার জন্য খোঁজ চালাচ্ছিলেন দম্পতি। খোঁজও পেয়েছিলেন। রিয়্যাল এস্টেট ব্রোকার তাঁদের হাতে সেই বাড়ির চাবি তুলে দিয়ে দেখে আসতে বলেছিলেন। তবে সেই বাড়িতে প্রবেশ করতেই আঁতকে উঠলেন দম্পতি। বাড়ির মালিকানা পাওয়ার স্বপ্ন তাঁদের দুঃস্বপ্নে পরিণত হল। কিন্তু বাড়ির ভিতরে কী দেখলেন তাঁরা?
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার ওহাইয়োতে গত ১০ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে। ওই দিন সকালে ডেলফোস অ্যাভিনিউয়ের একটি বাড়ি পরিদর্শনের জন্য গিয়েছিলেন দম্পতি। কিন্তু চাবি খুলে বাড়ির ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে তীব্র দুর্গন্ধ ভেসে আসে। বমনোদ্রেক করা সেই গন্ধে নাকে চাপা দেন দম্পতি। এর পর তাঁদের চোখে পড়ে এক হাড়হিম করা দৃশ্য। দেখেন, ওই বাড়ির একটি কামরার ভিতরে পড়ে রয়েছে একটি পচাগলা মৃতদেহ। তৎক্ষণাৎ পুলিশকে ফোন করেন দম্পতি।
দম্পতির কাছে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। সার্জেন্ট ক্রেগি কোলম্যান জানিয়েছেন, মৃতদেহটি এতটাই বিকৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, সেটি এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। কোলম্যানের সন্দেহ, মৃতদেহটি অনেক দিন ধরে ওই বাড়িতে ছিল। পুলিশ বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করছে। তদন্তও শুরু হয়েছে বিষয়টি নিয়ে।
ওই বাড়ির পাশেই বাড়ি ডোনাল্ড আর্নল্ড নামে এক ব্যক্তির। তিনি জানিয়েছেন, গত দু’সপ্তাহ ধরেই ওই বাড়ি থেকে দুর্গন্ধ বার হচ্ছিল। প্রথমে তিনি ভেবেছিলেন কোনও জন্তু-জানোয়ার মরে ওই গন্ধ ছড়াচ্ছে। সত্য উদ্ঘাটনের পর হতবাক ডোনাল্ডও।