Viral Video

ক্যামেরা নিয়ে ছুট দিল কাঁকড়া, তুলল ভিডিয়োও, নিজের জিনিস ফিরিয়ে নিতে ডুবুরি খেলেন ‘বকুনি’ও

দাঁড় দিয়ে ক্যামেরা ধরে গভীর জলে নেমে যাচ্ছে একটি কাঁকড়া। জলের তলায় নেমে বালিতে হাঁটা লাগাল কাঁকড়াটি। কিছু ক্ষণ পর হাঁটার গতি বাড়িয়ে দিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:১৬
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জলের তলায় ছবি এবং ভিডিয়ো তুলতে ক্যামেরা নিয়ে নেমেছিলেন তরুণ ডুবুরি। কিন্তু সুযোগ পেতেই সেই ক্যামেরা নিয়ে পালাল একটি কাঁকড়া। ক্যামেরাটি চালু ছিল। তাই সেটি নিয়ে পালাতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ল জলের তলার দৃশ্য। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ব্যাকপ্যাকিং’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দাঁড় দিয়ে ক্যামেরা ধরে গভীর জলে নেমে যাচ্ছে একটি কাঁকড়া। জলের তলায় নেমে বালিতে হাঁটা লাগাল কাঁকড়াটি। কিছু ক্ষণ পর হাঁটার গতি বাড়িয়ে দিল সে। সামনের দুই দাঁড় দিয়ে ক্যামেরাটি আঁকড়ে ধরল কাঁকড়াটি। তার দিকে এগিয়ে যাচ্ছিলেন এক ডুবুরি।

কাঁকড়ার কাছ থেকে নিজের জিনিস ফিরিয়ে নিতে এসেছিলেন তিনি। আসলে, ওই ডুবুরির ক্যামেরা নিয়েই পালিয়ে গিয়েছিল কাঁকড়াটি। তাকে অনুসরণ করে কাঁকড়ার কাছ থেকে ক্যামেরাটি ফিরিয়ে নিতে চেষ্টা করেন তরুণ। কিন্তু ডুবুরিকে বাধা দেয় কাঁকড়াটি। দাঁড় দিয়ে ডুবুরির আঙুল চেপে ধরার চেষ্টা করে সে। কিন্তু তাতে কোনও লাভ হয় না। কাঁকড়ার কাছ থেকে ক্যামেরা নিয়ে উপরের দিকে উঠে পড়েন ডুবুরি। ক্যামেরা চুরি জলে যায় কাঁকড়ার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement