Maharashtra

পুত্রের বিয়ের আগে হবু পুত্রবধূকেই বিয়ে! গুণধর বাবার কাণ্ডে সন্ন্যাস নিলেন পুত্র, হলেন পথবাসী

প্রতিবেদন অনুযায়ী, পাত্রী এবং পাত্রের বাবা একে অপরের প্রেমে পড়েন। পুত্রের বিয়ে যে দিন নির্ধারিত ছিল, তার কয়েক দিন আগেই বিয়ে সারেন পিতা। ছেলের জন্য দেখা পাত্রীর সঙ্গেই পিঁড়িতে বসেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫ ০৯:২৪
Share:

ছবি: সংগৃহীত।

হবু স্ত্রীকে বিয়ে করে নিয়েছেন বাবা। ‘দুঃখে’ সন্ন্যাসী হওয়ার পথ বেছে নিলেন পুত্র। পা বাড়ালেন আধ্যাত্মিকতার পথে। এ রকমই একটি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে। সংবাদমাধ্যম নিউজ় ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, ওই যুবকের মা নেই। নাসিকের বাড়িতে বাবার সঙ্গে থাকতেন তিনি। সম্প্রতি তাঁর বিয়ের দেখাশোনা চলছিল। এক পাত্রীকে পছন্দও হয়েছিল পিতা-পুত্রের। পারস্পরিক সম্মতিতে বিয়েও ঠিক হয়ে যায়। কিন্তু সমস্যার সূত্রপাত তার পরেই।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, পাত্রী এবং পাত্রের বাবা একে অপরের প্রেমে পড়েন। পুত্রের বিয়ে যে দিন নির্ধারিত ছিল, তার কয়েক দিন আগেই বিয়ে সারেন পিতা। ছেলের জন্য দেখা পাত্রীর সঙ্গেই পিঁড়িতে বসেন।

বাবা পছন্দের পাত্রীকে বিয়ে করার পরে ঘর ছাড়েন ওই যুবক। ঘর থেকে বেরিয়ে যান। সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তও নেন। বর্তমানে জিনিসপত্র নিয়ে রাস্তার ধারেই বসে থাকতে দেখা যায় তাঁকে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যম জুড়ে হইচই পড়েছে। বিষয়টি নিয়ে অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। আবার যুবকের প্রতি সমবেদনাও প্রকাশ করেছেন কেউ কেউ। খবরটি প্রকাশিত হওয়ার পর এক নেটাগরিকের মন্তব্য, ‘‘বাবা যে এ ভাবে ঠকাবে, তা বুঝতে পারেননি যুবক। তাই হয়তো মনের দুঃখে ওই সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement