Bengaluru

বিরিয়ানির প্যাকেট খুলতেই বেরিয়ে এল চিরকুট! ডেলিভারি বয়ের ‘আর্জি’ পড়ে অবাক হয়ে গেলেন ক্রেতা

বিরিয়ানির প্যাকেট খুলে অবাক হয়ে যান বেসরকারি সংস্থার দুই কর্মী। প্যাকেটের ভিতর রয়েছে হাতে লেখা একটি চিরকুট। ডেলিভারি বয় সেই চিরকুটে তাঁর ‘আর্জি’ লিখে জানিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ১০:৩৯
Share:

—প্রতীকী ছবি।

একটানা অফিসে বসে কাজ করছেন তরুণ। তাঁর খিদেও পেয়েছে খুব। সহকর্মীকে সে কথা জানাতে বিরিয়ানি অর্ডার করার পরামর্শ পেলেন তিনি। শুভ কাজে আর দেরি কিসের! চটপট ফোন বার করে অনলাইনে বিরিয়ানি অর্ডার করে ফেললেন দু’জনে। সময়মতো নির্দিষ্ট ঠিকানায় খাবার পৌঁছে দেন ডেলিভারি বয়। তবে বিরিয়ানির প্যাকেট খুলে অবাক হয়ে যান বেসরকারি সংস্থার দুই কর্মী। প্যাকেটের ভিতর রয়েছে হাতে লেখা একটি চিরকুট। ডেলিভারি বয় সেই চিরকুটে তাঁর ‘আর্জি’ লিখে জানিয়েছেন। তা পড়েই বিস্মিত হয়ে পড়লেন দুই গ্রাহক। সমাজমাধ্যমে সেই চিরকুটের ছবি পোস্টও করা হয়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘নিখিল সি’ নামের অ্যাকাউন্ট থেকে লিঙ্কডইনের পাতায় একটি পোস্ট করা হয়েছে। বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় কাজ করেন নিখিল। তিনি সেই পোস্টে লিখে জানান যে, অফিসে কাজ করতে করতে খুব খিদে পেয়ে গিয়েছিল তাঁর। তাই অনলাইনে খাবার ডেলিভারি সংস্থা থেকে বিরিয়ানি অর্ডার করেছিলেন নিখিল এবং তাঁর সহকর্মী যশ। অফিসের ঠিকানায় খাবার পৌঁছে গেলে বিরিয়ানির প্যাকেট খুলতে শুরু করেন নিখিল। নিখিল জানান, খাবারের প্যাকেটের ভিতর থেকে তিনি হাতে লেখা একটি চিরকুট পান। নিখিলের দাবি, যে ডেলিভারি বয় খাবার দিতে এসেছিলেন, এই চিরকুট তাঁরই লেখা।

কাগজে লেখা রয়েছে, ‘‘আমি কলেজে পড়াশোনা করি। গরমের ছুটিতে ইন্টার্নশিপ করতে চাই। তবে সেল্‌স বিভাগে নয়। আমার মার্কেটিং বিভাগের প্রতি আগ্রহ রয়েছে।’’ চিরকুটে নিজের ফোন নম্বর দিয়ে হোয়াট্‌সঅ্যাপ করার অনুরোধ করেছেন সেই ডেলিভারি বয়। চিরকুটের ছবি পোস্ট করে নিখিল প্রশংসা করে লিখেছেন, ‘‘তরুণ যে এমন কায়দায় ইন্টার্নশিপ করতে চাওয়ার আর্জি জানিয়েছেন তা দেখে আমার খুব ভাল লেগেছে। সব সময় সব কিছু মেল লিখে হয় না। বিরিয়ানির প্যাকেটের মধ্যেও কখনও কখনও হাতে লেখা চিঠি চলে আসতে পারে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement