ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তার মাঝে একটি বাইক দাঁড় করানো। বাইকের চারদিক দিকে আলো ঠিকরে বেরোচ্ছে। জোরে জোরে বাজছে হিন্দি গানও। সেই গানের সঙ্গে তাল মিলিয়ে বাইকটিকে ঘিরে গোল হয়ে নাচছেন এক দল তরুণ-তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘দীক্ষা কাণ্ডপাল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একদল তরুণ-তরুণী হিন্দি গান বাজিয়ে ব্যস্ত রাস্তায় নাচছেন। রাস্তার পাশ দিয়ে ছুটে যাচ্ছে অন্য গাড়ি। তরুণ-তরুণীদের সে দিকে ভ্রুক্ষেপ নেই। তাঁদের নাচ দেখতে ভিড় জমিয়েছেন অনেকে। এই ঘটনাটি সম্প্রতি পটনার মেরিন ড্রাইভ এক্সপ্রেসওয়েতে ঘটেছে। দেখা গিয়েছে, অদ্ভুতদর্শন বাইকের চারদিকে গোল হয়ে ঘুরে নাচছেন তরুণ-তরুণীরা।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নাচের কায়দা দেখে মনে হচ্ছে, তা কোরিয়োগ্রাফ করা। মাঝরাস্তায় এমন কাণ্ড ঘটিয়ে বিপদ ডেকে আনার কোনও অর্থ নেই।’’ আবার এক জন লিখেছেন, ‘‘রিল বানাতে গিয়ে জীবনের ঝুঁকি নিতেও রাজি আজকালকার প্রজন্ম। সকলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’ ভিডিয়োটি ভাইরাল হতে তা নজর কেড়েছে স্থানীয় পুলিশের। বিষয়টি তদন্ত করতে শুরু করেছে পটনা পুলিশ।