সোম যদি খারাপ হয়, শুক্র কি সেরা? কী বলছে গিনেস বুক?

দু’দিন আগেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছিল তারা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করছে সপ্তাহের সবচেয়ে খারাপ দিন সোমবার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২২ ২১:৩৩
Share:

শুক্রবার নিয়ে গিনেসের টুইট। ফাইল চিত্র।

গত সোমবার সপ্তাহের সবচেয়ে খারাপ দিনের শিরেপা সোমবারকে দিয়েছিল গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। শুক্রবার তারা লিখল, এই হিসাবে তা হলে শুক্রবারের সপ্তাহের সেরা দিনের সম্মান পাওয়া উচিত।

Advertisement

গিনেস এ নিয়ে একটি টুইট করেছিল। সেটি ভাইরাল হয়েছে।

রবিবারের ছুটির পর সোমবার অফিস যেতে কারই বা ভাল লাগে। সোমবার যে তাই সপ্তাহের সবচেয়ে খারাপ দিন হবে সে ব্যাপারে দ্বিমত ছিল না কারও। তবে গিনেসের সেরা দিনের টুইট নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে।

Advertisement

অনেক ব্যবহারকারীই শুক্রবারের বদলে শনিবারকে সেরা দিন ঘোষণা করতে বলেছেন। কেন না অনেকেরই শনিবারও অফিস থাকে। আবার কেউ কেউ বলেছেন যেহেতু শনিবার নিজে একটি ছুটির দিন এবং পরের দিন অর্থাৎ রবিবারও ছুটি তাই, শনিবারই সেরা দিনের প্রতিযোগিতায় জিতবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement