Black Panther

চোখের সামনে 'জাঙ্গল বুক'! ছোটবেলার স্মৃতি তাজা হল ভারতীয় আমলার

জাঙ্গল বুকে বঘিরা হল মোগলির বিশ্বস্ত বন্ধু। জঙ্গলে পশু পাখিদের আদরে বেড়ে ওঠা মোগলিকে বিপদে আপদে রক্ষা করে সে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৩ ২৩:৪১
Share:

কালো চিতা। —নিজস্ব চিত্র।

মোগলি কে চেনেন? আপনি কি সেই সৌভাগ্যবানদের একজন, যাঁদের ছোটবেলার একটা অংশ জুড়ে ছিল 'জাঙ্গল বুক'? কিম্বা বালু, বঘিরা, রক্সা, শের খান? তাহলে আপনিও এই ছবি দেখে নস্টালজিক হতে পারেন। যেমনটি হয়েছেন এক ভারতীয় আমলার ক্ষেত্রেও।

Advertisement

ওড়িশার জঙ্গলে একটি কালো চিতা বা ব্ল্যাক প্যান্থারের ছবি দিয়ে তিনি সমাজ মাধ্যমে জানতে চেয়েছেন কারও বাঘিরার কথা মনে পড়ছে কি?

জাঙ্গল বুকে বঘিরা হল মোগলির বিশ্বস্ত বন্ধু। জঙ্গলে পশু পাখিদের আদরে বেড়ে ওঠা মোগলিকে বিপদে আপদে রক্ষা করে সে। জাঙ্গল বুক প্রেমীদের অনেকেই তাই বঘিরার ভক্ত। ব্ল্যাক প্যান্থার কে দেখে সেই স্মৃতিই তাজা হয়েছে আইএফএস কর্তা প্রবীণ কাসয়ানের।

Advertisement

অবশ্য মোগলি কে নিয়ে সিনেমা হাল আমলেও হয়েছে। হলিউড সিনেমা বানিয়েছে জাঙ্গল বুক নিয়ে। সেই ছবি অস্কারেও গিয়েছে। ওই ভারতীয় আমলা অবশ্য ছবি গুলি দিয়ে জানিয়েছেন, ভারতের বহু প্রদেশেই এ ধরনের ব্ল্যাক প্যান্থারের দেখা মেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন