Viral Video

ড্রোন থেকেই নির্ভুল নিশানায় হামলা! ‘ইউএলপিজিএম-ভি৩’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারত, ভাইরাল ভিডিয়ো

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, মাঝ-আকাশে একটি ড্রোন ঘুরছে। ড্রোনটি স্থির হওয়ার পর হঠাৎই সেখান থেকে বেরিয়ে আসে একটি ক্ষেপণাস্ত্র। দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে সেটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১৫:০২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

আকাশে ঘুরে বেড়াচ্ছে একটি ড্রোন। হঠাৎ সেই ড্রোন থেকে বেরিয়ে এল একটি ক্ষেপণাস্ত্র। নির্ভুল ভাবে নিশানায় গিয়ে আঘাত হানল সেটি। এমনই একটি ভিডিয়োকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছে ভারতে। অন্ধ্রপ্রদেশের কুরনুলে অবস্থিত ‘ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ’-এ পূর্বনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘ইউএলপিজিএম-ভি৩’-এর পরীক্ষা সফল ভাবে সম্পন্ন করেছে ভারত। ভিডিয়োটি সেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষারই ভিডিয়ো।

Advertisement

ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী খোদ রাজনাথ সিংহ। ‘ইউএলপিজিএম-ভি৩’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাটি করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও)। ডিআরডিও-কে অভিনন্দন জানিয়ে এক্স হ্যান্ডলে রাজনাথ লিখেছেন, ‘‘ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এক বিরাট অগ্রগতি সাধনের লক্ষ্যে ডিআরডিও অন্ধ্রপ্রদেশের কুরনুলের ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে পরীক্ষামূলক পরিসরে পূর্বনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ‘ইউএলপিজিএম-ভি৩’-এর সফল পরীক্ষা পরিচালনা করেছে। ‘ইউএলপিজিএম-ভি৩’-এর উন্নয়ন এবং সফল পরীক্ষার জন্য ডিআরডিও এবং অংশীদারদের অভিনন্দন। এই সাফল্য প্রমাণ করে যে ভারতীয় শিল্প এখন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা প্রযুক্তি গ্রহণ এবং উৎপাদনের জন্য প্রস্তুত।’’

ডিআরডিও-র প্রস্তুত করা ‘ইউএলপিজিএম-ভি৩’ ক্ষেপণাস্ত্রটি প্রথম প্রকাশ্যে আনা হয় বেঙ্গালুরুতে। সে শহরে অনুষ্ঠিত ‘অ্যারো ইন্ডিয়া ২০২৫’-এ প্রদর্শিত হয়েছিল সেটি।

Advertisement

দেশের প্রতিরক্ষামন্ত্রীর পোস্ট করা ভিডিয়োয় দেখা হিয়েছে, মাঝ-আকাশে একটি ড্রোন ঘুরছে। ড্রোনটি স্থির হওয়ার পর হঠাৎই সেখান থেকে বেরিয়ে আসে একটি ক্ষেপণাস্ত্র। দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানে সেটি। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ডিআরডিও এবং ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতীয় নেটাগরিকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement