Viral Video

প্রবল বৃষ্টিপাতে ধস, সেকেন্ডের মধ্যে প্রচণ্ড আওয়াজে তাসের ঘরের মতো ভেঙে পড়ল আস্ত পাহাড়! ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল বৃষ্টিপাতের মধ্যে একটি আস্ত পাহাড় তাসের ঘরের মতো ভেঙে মাটিতে পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ানক আওয়াজ করে ভেঙে পড়ে সেটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১২:৫৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রবল বৃষ্টিপাতে মাটি ধসে ভেঙে পড়ল আস্ত পাহাড়। তাসের ঘরের মতো ভেঙে পড়ল সেটি। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দাবি, ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝুনঝুনুর ছিদাওয়ায়। আস্ত পাহাড় ভেঙে পড়ার সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সমাজমাধ্যমে হইচইও ফেলেছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল বৃষ্টিপাতের মধ্যে একটি আস্ত পাহাড় তাসের ঘরের মতো ভেঙে মাটিতে পড়েছে। কয়েক সেকেন্ডের মধ্যেই ভয়ানক আওয়াজ করে ভেঙে পড়ে সেটি। স্থানীয়েরা দৃশ্যটি ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, পাহাড়টি ভেঙে পড়ার সময় আশপাশের বাড়িগুলিতে কম্পন অনুভূত হয়েছিল। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। ওই ঘটনায় গ্রামবাসীদের একাংশ ইতিমধ্যেই জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেন এমনটা হল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়েরা। অনেকের সন্দেহ, অবৈধ খননের কারণেই হয়তো পাহাড়টি ধসে পড়েছে।

পাহাড় ভেঙে পড়ার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সিরাজ নুরানি নামের এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘পাহাড়টি তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ভয় ধরানো ঘটনা। সাধারণ মানুষের লোভের ফল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যত ক্ষণ মানুষ তার স্বার্থপর আকাঙ্ক্ষা পূরণের জন্য পরিবেশের ক্ষতি করবে, তত দিন এ ভাবেই প্রকৃতি সকলের ধ্বংস ডেকে আনবে।’’ তৃতীয় এক নেটাগরিক লিখেছেন, ‘‘মানুষ নিজেই তার ধ্বংসের জন্য দায়ী, অন্য কেউ নয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement