Viral Video

ক্রমাগত উত্ত্যক্ত করায় প্রতিবাদ! মাঝরাস্তায় যুবককে চড়, জুতোপেটা, প্যান্টও খুলে দেওয়ার চেষ্টা তরুণীর

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উন্নাওয়ের ওই স্কুলপড়ুয়া তরুণীকে বিগত কয়েক দিন ধরেই উত্ত্যক্ত করছিলেন এক যুবক। বার বার সতর্ক করা সত্ত্বেও তিনি শুনছিলেন না। শেষমেশ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নিজেই ব্যবস্থা নিলেন তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৪:৪৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

কয়েক দিন ধরে রাস্তাঘাটে ক্রমাগত হয়রান করছিলেন যুবক। তিতিবিরক্ত হয়ে তাঁকে উচিত শিক্ষা দিলেন তরুণী। জনসমক্ষে ঠাসঠাস করে চড় কষালেন ওই যুবকের গালে। প্যান্টও খুলে দেওয়ার চেষ্টা করলেন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উন্নাওয়ের ওই স্কুলপড়ুয়া তরুণীকে বিগত কয়েক দিন ধরেই উত্ত্যক্ত করছিলেন এক যুবক। বার বার সতর্ক করা সত্ত্বেও তিনি শুনছিলেন না। শেষমেশ বিরক্ত হয়ে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে নিজেই ব্যবস্থা নিলেন তরুণী। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রকাশ্য রাস্তায় এক যুবকের কলার ধরে রয়েছেন এক তরুণী। তরুণীর এক হাতে একটি ভাঙা ইট। কিছু ক্ষণ পরে ইটের টুকরো ফেলে যুবকের গালে চড় মারতে শুরু করেন তিনি। চলে জুতোপেটাও। মারতে মারতে ওই যুবকের প্যান্ট খুলে নেওয়ার চেষ্টাও করেন তরুণী। তাঁদের দু’জনকে ঘিরে ভিড় জমে যায়।

প্রতিবেদন অনুয়ায়ী, ঘটনাটি ঘটেছে উন্নাওয়ের গঙ্গাঘাট কোতোয়ালি পুলিশ এলাকার পোনি রোডে। মারধরের পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উন্নাও পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত যুবকের নাম আকাশ। গঙ্গাঘাটের ব্রহ্মনগরের বাসিন্দা ওই যুবক পেশায় ই-রিকশা চালক। অভিযোগ, বিগত কয়েক দিন ধরে স্কুলপড়ুয়া ওই তরুণীকে যাতায়াতের পথে উত্ত্যক্ত করছিলেন তিনি। এর পরেই তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেন তরুণী। জনসমক্ষে মারধর করেন তাঁকে। ওই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

স্কুলপড়ুয়া তরুণীর ওই যুবককে মারধরের ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইয়াতি শর্মা’ নামের এক্স হ্যান্ডল থেকে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। হইহই পড়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করছেন, তেমনই অনেকে আবার তরুণীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ওই যুবকের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘সাহসী তরুণী। বেশ করেছে মেরেছে। যুবকের উচিত শিক্ষা হয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যুবকের কড়া শাস্তির দাবি জানাচ্ছি। অন্যেরা এই ঘটনা থেকে শিক্ষা নিন। এই ধরনের মানুষদের ছেড়ে কথা বলা উচিত নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement