—প্রতীকী ছবি।
দেখাশোনা করে কয়েক ঘণ্টা হল বিয়ে হয়েছে। নববধূ শ্বশুরবাড়িতে পা দিতে না দিতেই তাঁকে গর্ভাবস্থা পরীক্ষা করার নির্দেশ দিলেন স্বামী! আর সেই ঘটনার জেরে অশান্তি বাধল পাত্র এবং পাত্রীর পরিবারের মধ্যে। শনিবার উত্তরপ্রদেশের রামপুরে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই পড়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের পর শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর নববধূ জানান, ক্লান্তির কারণে তাঁর মাথা ঘুরছে। বমি বমি ভাবও রয়েছে। সে কথা শোনামাত্রই ঘাবড়ে যান তাঁর স্বামী। কয়েক জন বন্ধুর সঙ্গে সে কথা ভাগ করে নিলে বন্ধুরা যুবকের সঙ্গে মজা করেন। নতুন বরকে তাঁর বন্ধুরা জানান, হয়তো নববধূ অন্তঃসত্ত্বা এবং সে কারণেই তাঁর মাথা ঘুরছে। তবে বন্ধুদের মজা মোটেও মজা হিসাবে নেননি যুবক। সন্দেহপ্রবণ হয়ে পড়েন তিনি। উত্তেজিত হয়ে রাতের বেলাতেই কাছের ওষুধ দোকান থেকে গর্ভাবস্থা পরীক্ষা করার সরঞ্জাম কিনে আনেন তিনি।
জানা গিয়েছে, গর্ভাবস্থা পরীক্ষার ‘কিট’ এনে নতুন বৌয়ের হাতে তুলে দেন যুবক। গর্ভাবস্থা পরীক্ষাও করতে বলেন। আর তা শুনেই চটে যান নববধূ। মেজাজ হারিয়ে পরিবারকে বিষয়টি জানান তিনি। তাঁর পরিবার শীঘ্রই সেখানে পৌঁছোয় এবং উভয় পরিবারের মধ্যে ঝামেলা শুরু হয়। বেশ কিছু ক্ষণ ধরে বাগ্বিতণ্ডা চলে উভয় পক্ষের মধ্যে।
পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই গ্রামবাসীরা হস্তক্ষেপ করেন এবং মীমাংসার জন্য পঞ্চায়েতে বৈঠক ডাকা হয়। অবশেষে, প্রকাশ্যে ভুল স্বীকার করেন যুবক। সদ্য বিয়ে করা স্ত্রী এবং তাঁর পরিবারের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। আশ্বাস দেন, কখনও আর এ ধরনের আচরণ তিনি করবেন না।