—প্রতীকী ছবি।
বিয়ে থেকে শুরু করে ফুলশয্যা— সমাজমাধ্যমে প্রায়ই নবদম্পতির বিভিন্ন মুহূর্তের ভিডিয়ো প্রকাশ্যে আসে। তার মধ্যে কিছু ভিডিয়ো যেমন অদ্ভুত, তেমন অনেক ভিডিয়ো আবার মন ভাল করে দেয় নেটাগরিকদের। ভাইরাল হয় সেই সব ভিডিয়ো। সে রকমই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুলশয্যার রাতে বিছানায় শুয়ে আরাম করছেন এক যুবক। আর তাঁর পাশে বসে যত্ন করে স্বামীর পা টিপে দিচ্ছেন নববধূ। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুলশয্যার বিছানা সাজানো হয়েছে নবদম্পতির জন্য। সেই বিছানায় বরের বেশে হাত-পা ছড়িয়ে শুয়ে রয়েছেন এক যুবক। পাশে বসে তরুণী স্ত্রী। একমনে স্বামীর পা টিপে চলেছেন তিনি। তিনিও বধূর বেশেই রয়েছেন। তবে ভিডিয়োটিতে নববধূ বা বর, কারও মুখই দেখা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘আরশাদখান_১৪৬৮’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। প্রায় আড়াই কোটি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার মন ভাল করা মন্তব্যও করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ঈশ্বর সকলের ভাগ্যে এ রকম যত্নশীল স্ত্রী দিন, সেই প্রার্থনাই করি।” অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘এখন বুঝতে পারছি কেন কনেরা বিদায়ের সময় কাঁদে।’’ তবে ভিডিয়োটি নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘লজ্জা হওয়া উচিত। বিয়ের পরই বৌকে দিয়ে পা টেপাচ্ছে।’’