ছবি: এক্স থেকে নেওয়া।
প্রেমিকাকে নিয়ে জলপ্রপাতের ধারে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেওয়ার। তেমনটা করতেও যাচ্ছিলেন। তবে মাঝপথে ঘটে গেল বিপত্তি। পা পিছলে জলপ্রপাতে পড়ে গেলেন যুবক। নীরব দর্শক হয়ে দেখলেন তাঁর প্রেমিকা। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জলপ্রপাতের ধারে উঁচু পাথরের উপর দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। হঠাৎ তরুণীর পিছন দিক থেকে উদয় হন এক যুবক। তরুণীকে ডেকে পকেটে হাত ঢোকান তিনি। বার করে আনেন একটি আংটি। তা দেখে তরুণী আনন্দে প্রায় কেঁদে ফেলেন। দু’হাতে মুখ চেপে ধরে বসে পড়েন। ঠিক তখনই ঘটে বিপত্তি। পাথরে পা পিছলে যায় যুবকের। গড়িয়ে জলপ্রপাতে পড়ে যান তিনি। যুবক সাহায্যের জন্য চিৎকার করলেও নীরব দর্শক হয়ে দাঁড়়িয়ে থাকেন হতভম্ব প্রেমিকা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও জলে পড়ে যাওয়ার পরে যুবক চোট পাননি বলে খবর।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মার্চ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করেছেন। যুবকের জন্য দুঃখপ্রকাশও করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা ভগবানের ইশারা। অনেক টাকা নষ্ট হওয়ার আগেই বেঁচে গেলেন যুবক।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রেমিকা যে ভালবাসে না তা বোঝা গেল। না হলে অন্তত এক বার ধরার চেষ্টা করত।’’ আর এক জন আবার লিখেছেন, ‘‘ভাই তুই বিয়ে করিস না। প্রকৃতিও সাবধান করছে। ইশারা বোঝার চেষ্টা কর।’’