ছবি: এক্স থেকে নেওয়া।
গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাত। তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। তার মধ্যেই নদীগর্ভে তলিয়ে গেল নির্মীয়মাণ একটি পাঁচতলা ভবন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ চিনের জিনঝো শহরে। ভারী বৃষ্টিপাতে লেংশুই নদীর ধারে থাকা বাড়িটির নীচের মাটি হঠাৎই ধসে যায়। সাত সেকেন্ডের মধ্যে নির্মীয়মাণ ওই আস্ত বাড়িটিও ধসে নদীতে পড়ে যায়। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নদীতে বান এসেছে। জলস্তর বেড়ে গিয়েছে অনেকেটা। এমন সময় নদীর ঠিক পারে থাকা নির্মীয়মাণ একটি বাড়ি ধসে পড়ে। নদীতে পড়ে তলিয়ে যায় আস্ত বাড়িটি। হইহই করে ওঠেন ঘটনাস্থলে থাকা মানুষজন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘এবিসি নিউজ়’-এর এক্স হ্যান্ডল থেকে। সেই পোস্টে লেখা, ‘‘দক্ষিণ চিনে আকস্মিক বন্যার মধ্যে হঠাৎ করেই নির্মীয়মাণ একটি পাঁচতলা ভবন নদীতে ধসে পড়ে।’’ ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘ভয়ঙ্কর! ভাগ্যিস বাড়িটিতে কেউ ছিল না। কেউ থাকলে বাঁচত না।’’