Viral Video

বাড়ির ভিতরে ঢুকে পড়ছে উড়ালপুল! ভিডিয়ো দেখে ‘পৃথিবীর অষ্টম আশ্চর্য তকমা’ দিল নেটপাড়া, উঠল হাসির রোল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পারা এলাকায় একটি উড়ালপুল তৈরি হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ হওয়ার জো নেই। কারণ, উড়ালপুলটির রাস্তা আটকে রয়েছে একটি তিনতলা বাড়ি। উড়ালপুলের প্রান্তভাগ বাড়ির একদম সামনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৩:৩০
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাড়ি। আর সেই বাড়ির প্রায় ভিতরে ঢুকে পড়েছে একটি নির্মীয়মাণ উড়ালপুল। অবিশ্বাস্য তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। নির্মীয়মাণ ওই উড়ালপুলটি রয়েছে লখনউয়ের পারা এলাকায়। ভাইরাল হয়েছে উড়ালপুলের ভিডিয়োটি। হাসির রোল উঠেছে। নেটাগরিকদের অনেকেই বিষয়টিকে ‘পৃথিবীর অষ্টম আশ্চর্য’ তকমা দিয়েছেন মজার ছলে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পারা এলাকায় একটি উড়ালপুল তৈরি হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ হওয়ার জো নেই। কারণ, উড়ালপুলটির রাস্তা আটকে রয়েছে একটি তিনতলা বাড়ি। উড়ালপুলের প্রান্তভাগ বাড়ির একদম সামনে। দেখে মনে হবে যেন, বাড়িটি উড়ালপুলের সঙ্গে যুক্ত রয়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বহু দিন ধরেই প্রশাসনের কাছে কৃষ্ণনগর-কেশরীখেড়া ওই উড়ালপুল বানানোর আর্জি জানাচ্ছিলেন মহারাজাপুরম, পণ্ডিত খেড়া, গঙ্গাখেড়া, কেশরীখেড়া এবং ভবানীপুরমের মতো এলাকায় বাসিন্দারা। তাঁদের দাবি ছিল, কৃষ্ণনগর এবং কেশরীখেড়ার মধ্যে রেলের লেভেল ক্রসিং দিনে ৬০ বারেরও বেশি বন্ধ হয়। প্রতি বার ক্রসিং বন্ধের ফলে যাত্রীদের ১৫-২০ মিনিট অপেক্ষা করতে হয়। ফলে ব্যাপক যানজট তৈরি হয়। ব্যস্ত সময়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এর পর পারা এলাকায় সেই উড়ালপুল তৈরির অনুমোদন দেয় সরকার এবং রেল।

Advertisement

এর পর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ওই উড়ালপুল তৈরির কাজে হাত লাগায় প্রশাসন। ৭৫ শতাংশ কাজ শেষও হয়ে যায়। কিন্তু প্রায় ১ কিলোমিটার দীর্ঘ দুই লেনের উড়ালপুল তৈরির পথে বাধা হয়ে দাঁড়ায় একটি বাড়ি। ওই বাড়িটি ছাড়়াও একাধিক বাড়ি এবং দোকান উড়ালপুল তৈরির রাস্তায় ছিল। ওই বাড়ি মালিকদের দাবি, তাঁরা ক্ষতিপূরণ না পাওয়ার কারণেই কাঠামো ভাঙতে দিতে রাজি হননি। তবে বর্তমানে সেই সমস্যার সমাধান হয়েছে বলে খবর। তার মধ্যেই ওই উড়ালপুলের ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘তরুণ.লখনউয়ি’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্য। বাড়ির বুক চিরে উড়ালপুল ঢুকে গিয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ জিনিস আগে দেখিনি! প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement