Viral Video

হবু জামাইবাবুকে বোকা বানাতে গিয়ে নিজেই বোকা হলেন শ্যালিকা, ‘নিউটনের তৃতীয় সূত্রে’ পুড়ল মুখ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়িতে নীল কোট-প্যান্ট পরে বসে রয়েছেন পাত্র। পাশে বসে তাঁর বন্ধুরা। এমন সময় পাত্রের শ্যালিকা একটি ব্যাগ হাতে সেখানে পৌঁছোন। চুপচাপ বসেন পাত্রের সামনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৫ ১১:১৫
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বিয়ের অনুষ্ঠানে অনেক সময় অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আত্মীয়দের কাণ্ডে অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে দেখা যায় নববর-বধূকে। তবে মাঝেমধ্যে পরিজনদের কারণে হাসির রোলও ওঠে বিয়েবাড়িতে। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হবু জামাইবাবুর সঙ্গে মশকরা করতে গিয়ে কী হাল হয়েছে এক শ্যালিকার। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিয়েবাড়িতে নীল কোট-প্যান্ট পরে বসে রয়েছেন পাত্র। পাশে বসে তাঁর বন্ধুরা। এমন সময় পাত্রের শ্যালিকা একটি ব্যাগ হাতে সেখানে পৌঁছোন। চুপচাপ বসেন পাত্রের সামনে। এর পর হঠাৎ ব্যাগ থেকে স্নো-স্প্রে বার করে বরের দিকে ছেটাতে শুরু করেন। উদ্দেশ্য, বর-ঠকানো। তবে এমনটা যে হতে পারে তা আগে থেকেই যেন আঁচ করেছিলেন পাত্র এবং তাঁর বন্ধুরা। তাই সতর্ক ছিলেন। স্নো-স্প্রে ধেয়ে আসতেই ওই পাত্র এবং তাঁর পাশে বসা দুই বন্ধু মাথায় তোয়ালে চাপা দিয়ে দেন। পাল্টা স্নো-স্প্রের হামলা চালান বরের বন্ধুরা। সঙ্গে সঙ্গে পাত্রের শ্যালিকার মাথা থেকে পা পর্যন্ত সাদা ফেনায় ঢেকে যায়। হাসির রোল ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অফিসিয়াল_মনু_কুমার০৯৯’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ১৫ সেকেন্ডের সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। দু’কোটির বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হাসির রোল উঠেছে নেটপাড়ায়। মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘নিউটনের তৃতীয় সূত্র। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বর সত্যিই বুদ্ধিমান। কেমন আগে থেকেই প্রস্তুত ছিল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement