ছবি: এক্স থেকে নেওয়া।
সাপ দেখলে ভয় পান না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। আর সাপের বহর যদি হয় বিশাল, তা হলে তো কথাই নেই। কিন্তু যদি দেখেন, চোখের সামনে দিয়ে সর সর করে চলে যাচ্ছে পেল্লায় সাপ! তখন? মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইয়ে দেওয়া তেমনই এক দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়। সেই ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ব্রাজ়িলের রেসিফ শহরের লোকালয়ে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের অন্ধকারে জনবসতির কাছে ঘুরে বেড়াচ্ছে এক বিশালাকার সাপ! কালো কুচকুচে ভয়ঙ্কর সাপটির সারা গায়ে ছোপ। গাছের কাণ্ডের মতো মোটা প্রায় ২৬ ফুট লম্বা সাপটি পেটের উপর ভর দিয়ে সর সর করে এগিয়ে যাচ্ছে জনবসতির মধ্যে দিয়ে। একটি গাড়ির দিকেও এগিয়ে যেতে দেখা যায় তাকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভিডিয়োটি প্রকাশ্যে আসার পরেই রেসিফ শহরের ওই এলাকা তন্নতন্ন করে খুঁজে দেখেন প্রশাসনিক কর্তারা। কিন্তু সাপটির হদিস মেলেনি।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘মারিয়ো নৌফল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকেই জানিয়েছেন, ভিডিয়োটি দেখে তাঁরা আতঙ্কিত। দৈত্যাকার সাপটিকে দেখে বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়ো দেখার পর লিখেছেন, ‘‘আমি সাপে ভয় পাই না, তবে এই বিশাল অ্যানাকোন্ডাটিকে দেখে ভয় পেলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, “ব্রাজ়িলের ভয়ঙ্কর সাপ।’’