ছবি: এক্স থেকে নেওয়া।
একটি মামলার ভার্চুয়াল শুনানি চলছিল গুজরাত হাই কোর্টে। এজলাসে বসেছিলেন বিচারক। ছিলেন আইনজীবীরাও। আর সেই ভার্চুয়াল শুনানিতে এক মামলাকারী যোগ দিলেন শৌচাগারে বসে। এমনই এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি গত ২০ জুনের। গুজরাত হাই কোর্টের বিচারপতি নির্ঝর এস. দেসাইয়ের বেঞ্চে একটি মামলার ভার্চুয়াল শুনানি চলছিল। সেই সময়ই সামাদ ব্যাটারি নামে ওই মামলাকারী শৌচাগারে বসে ভিডিয়ো কলের মাধ্যমে সেই শুনানিতে যোগ দেন।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, শৌচালয়ে বসে আদালতের ভার্চুয়াল শুনানিতে যোগ দিয়েছেন এক যুবক। তাঁর গলায় ইয়ারফোন জড়ানো। শৌচালয়ে বসে বার বার ফোন সোজা করতে দেখা যায় তাঁকে। শৌচাগার থেকে বেরিয়ে আসার সময় তাঁর হাত ধোয়ার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়। এর পর কিছু ক্ষণের জন্য মোবাইল স্ক্রিনের বাইরে চলে যান তিনি। পরে তাঁকে আবার অন্য একটি ঘরে বসে শুনানিতে যোগ দিতে দেখা যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
সংবাদমাধ্যম ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, একটি এফআইআর বাতিলের মামলায় বিবাদী পক্ষ হিসেবে উপস্থিত ছিলেন সামাদ। তিনিই ছিলেন মামলার মূল অভিযোগকারী। দুই পক্ষের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ মীমাংসার পর আদালত অবশেষে এফআইআরটি বাতিল করে দেয়।
সেই ভার্চুয়াল শুনানির ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘সঞ্জয় ঘোষ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। মজার মন্তব্যও করেছেন কেউ কেউ। তবে নেটাগরিকদের একাংশ ঘটনাটির সমালোচনা করে সরব হয়েছেন। আদালতে শুনানি চলাকালীন ওই ভাবে উপস্থিত হওয়া কতটা শোভনীয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটাগরিকদের একাংশ।