ছবি: এক্স থেকে নেওয়া।
রাস্তায় গাড়ি দাঁড়িয়ে প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছিলেন পুলিশ আধিকারিক স্বামী। হঠাৎ সেখানে পৌঁছে তাঁদের অন্তরঙ্গ অবস্থায় হাতেনাতে ধরলেন স্ত্রী। রাস্তাতেই চলল ঝামেলা। ভিড় জমল মানুষের। চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের লাহোরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের লাহোরের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন পেশায় পুলিশের এসএইচও এক যুবক। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে যান ওই পুলিশ আধিকারিকের স্ত্রী। স্বামীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তিনি। রাস্তাতেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন। সঙ্গে সঙ্গে রাস্তায় পথচারীদের ভিড় জমে যায়। পুলিশ আধিকারিক ক্ষমা চেয়ে স্ত্রীকে শান্ত করার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বরং জনগণকেই পুরো ঘটনার বিচার করার অনুরোধ করেন পাক পুলিশ আধিকারিকের স্ত্রী। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার পুলিশ আধিকারিকের স্ত্রীর জন্য সমবেদনা প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘খোদ পুলিশ আধিকারিক এই ধরনের কাণ্ড ঘটাচ্ছেন! এ ভাবে স্ত্রীকে ঠকানো উচিত নয়।’’