Viral Video

২৫ বছর বয়সি গোখরো ধরতে গিয়ে অবাক যুবক, গর্ত খুঁড়তেই বেরিয়ে এল এ কী! গায়ে কাঁটা দেওয়া ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ি থেকে সাপ উদ্ধার হচ্ছে। উদ্ধারে নেমেছেন এক যুবক। সাপের গর্ত খুঁজে কোদাল দিয়ে খুঁড়তে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১৪:১৪
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

২৫ বছর ধরে এক ব্যক্তির ভিটেয় বাস করছিল বিষাক্ত গোখরো। সেই সাপ উদ্ধারে গিয়েছিলেন এক যুবক। কিন্তু সাপের গর্ত বরাবর সামান্য খুঁড়তেই চমকে গেলেন তিনি। উদ্ধার হল ডজনখানেক সাপের ডিম। গায়ে কাঁটা দেওয়া সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ি থেকে সাপ উদ্ধার হচ্ছে। উদ্ধারে নেমেছেন এক যুবক। সাপের গর্ত খুঁজে কোদাল দিয়ে খুঁড়তে শুরু করেন তিনি। কিন্তু মাটির পরত কিছুটা সরাতেই ছোট বলের মতো সাদা রঙের একটি ডিম খুঁজে পান তিনি। এর পর আরও একটু খুঁড়তেই বেরিয়ে আসে আরও ডজনখানেক ডিম। একসঙ্গে একে অপরের গায়ে লেগে ছিল ডিমগুলি। ডিমগুলি উদ্ধার করার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যায় গোখরো। এর পর তাকেও গর্ত থেকে বার করে নিয়ে আসেন যুবক। ফুঁসতে থাকে সাপটি। সাপ এবং ডিমগুলি একটি কৌটোয় পুরে ফেলেন যুবক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘মুরলিওয়ালেহোসলা২৪’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ৩ কোটিরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ৯০ সেকেন্ডের সেই ভিডিয়োকে কেন্দ্র করে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। যুবকের সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘আপনার সাহসকে কুর্নিশ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement