Viral Video

মহিষকে স্নান করাতে নদীতে গিয়েছিল কিশোর, ঘাড় ধরে টেনে নিয়ে গিয়ে গিলে খেল ভয়ঙ্কর কুমির! ভাইরাল ভিডিয়ো

রবিবার গ্রামের বাসিন্দা কুনওয়ার বাহাদুর যাদবের ছেলে রাজা বাবু ওরফে নান যাদব (১৩) ঘাঘরা নদীর পারে একটি মহিষকে স্নান করাচ্ছিল। তখন হঠাৎ জল থেকে একটি কুমির উঠে এসে তাকে চোয়াল ধরে নদীতে টেনে নিয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১৭:৫৬
Share:

—প্রতীকী ছবি।

বাড়ির পোষ্য মহিষকে স্নান করাতে নদীতে নিয়ে গিয়েছিল কিশোর। তাকে টেনে নিয়ে গেল ভয়ঙ্কর একটি কুমির। জ্যান্ত গিলে খেল কিশোরকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা জেলার উমরি বেগমগঞ্জ থানা এলাকার সোনাউলি মোহাম্মদপুর গ্রামে। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে উমরি বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক নরেন্দ্রপ্রতাপ রাই জানিয়েছেন, রবিবার গ্রামের বাসিন্দা কুনওয়ার বাহাদুর যাদবের ছেলে রাজা বাবু ওরফে নান যাদব (১৩) ঘাঘরা নদীর পারে একটি মহিষকে স্নান করাচ্ছিল। তখন হঠাৎ জল থেকে একটি কুমির উঠে এসে তাকে চোয়াল ধরে নদীতে টেনে নিয়ে যায়। খবর পাওয়ামাত্রই পুলিশ এবং বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছোন। তবে প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়েও কিশোরের সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে আবারও তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে কিশোরের খোঁজ পাওয়া যায়নি বলেই খবর।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কুমিরটি প্রথমে কিশোরের পা চোয়ালে করে চেপে ধরে তাকে কাদামাটিতে ফেলে দেয়। এর পর কিশোরের ঘাড় ধরে জলে টেনে নিয়ে যায় ভয়ঙ্কর প্রাণীটি। ঘটনা এত দ্রুত ঘটে যে কেউ ওই কিশোরকে রক্ষা করতে পারেননি। গ্রামবাসীরাও জলে নামার সাহস করেননি। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কিশোরকে জলে টেনে নিয়ে যাচ্ছে ভয়ঙ্কর প্রাণীটি। কিশোরের মাথা কয়েক সেকেন্ডের জন্য জলের উপরে আসে। মুহূর্তের মধ্যে তাকে আবার জলে টেনে নেয় কুমিরটি। কিছু ক্ষণ পর উভয়ই অদৃশ্য হয়ে যায়।

Advertisement

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সিরাজ নুরানি নামে এক সাংবাদিকের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার দুঃখপ্রকাশ করেছেন কিশোরের পরিণতির কথা ভেবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement