ছবি: এক্স থেকে নেওয়া।
রাস্তায়, পার্কে দাঁড়িয়ে ‘অশ্লীল’ ভিডিয়ো তৈরির জন্য কুখ্যাতি ছিল। এ বার তরুণী সেই নেটপ্রভাবীকে পার্কে দেখে ধাওয়া করল উন্মত্ত জনতা। ঘাড়ধাক্কা খেতে হল। চড়থাপ্পড়ও পড়ল পিঠে। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নেটপ্রভাবীর নাম মনীষা। জনসমক্ষে সাহসী রিল বানানোর জন্য খ্যাতি রয়েছে তাঁর। তাঁর বিরুদ্ধে অশ্লীল ভিডিয়ো তৈরির অভিযোগ উঠেছে বার বার। সম্প্রতি বন্ধুর সঙ্গে নয়ডার মায়াবতী পার্কে ঘুরতে গিয়েছিলেন মনীষা। সেখানেই তাঁকে ছেঁকে ধরে জনতা। তাড়া করে তাঁকে। মারধরও করে। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নয়ডার ওই পার্কে রিল শুট করতে এসেছিলেন মনীষা। তখনই তাঁকে দেখে রে রে করে তেড়ে আসে জনতা। তার মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। উন্মত্ত জনতাকে দেখে বন্ধুকে নিয়ে পালানোর চেষ্টা করেন মনীষা। কিন্তু তাঁকে অনেকে তাড়া করেন। ধাক্কা দেন। মারধরও করেন। সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যম এক্স-এর একাধিক হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ‘পূজা শর্মা’ নামে একটি অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছে সেই ভিডিয়ো। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়েছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের একাংশের দাবি, তরুণী নেটপ্রভাবী যদি অশ্লীল ভিডিয়ো তৈরি করে ভুল করে থাকেন, তা হলেও তাঁকে ওই ভাবে ঘিরে ধরে হেনস্থা করার অধিকার নেই কারও। মনীষার সমর্থনে নেমে অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতেও সরব হয়েছেন তাঁরা।
উল্লেখ্য, সমাজমাধ্যমে মনীষার অনুরাগীর সংখ্যা অনেক। প্রায় ২০ লক্ষ মানুষ ইনস্টাগ্রামে ‘ফলো’ করেন নেটপ্রভাবীকে।