Viral Video

নর্মদার সেতুর নীচে একান্তে প্রেম, হঠাৎ বান এল নদীতে! কী হল যুগলের সঙ্গে? ভাইরাল ভিডিয়োয় হইচই

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাতে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে গুজরাতের নর্মদা নদীর সেতুর নীচে একান্তে সময় কাটাচ্ছিলেন যুগল। সেতুর থামের গোড়ায় বসে প্রেম করছিলেন নির্জনে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ০৯:১১
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

অনেকে বলেন ভালবাসা অন্ধ। কিন্তু অনেক ক্ষেত্রে শুধু ভালবাসা নয়, প্রেমিক-প্রেমিকারাও অন্ধের মতো কাজ করেন। সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা ভিডিয়ো দেখে তেমনটাই মনে করছেন নেটাগরিকদের একাংশ। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর উপর থাকা সেতুর নীচে একান্তে সময় কাটাতে গিয়ে কী অবস্থা হয়েছে এক যুগলের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাতে। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে গুজরাতের নর্মদা নদীর সেতুর নীচে একান্তে সময় কাটাচ্ছেন যুগল। সেতুর থামের গোড়ায় বসে প্রেম করছিলেন নির্জনে। যুগল যখন প্রেমে বিভোর, তখনই বিপত্তি বাধে। নদীর জলস্তর হঠাৎ করেই বেড়ে যায়। সেতুর নীচে আটকা পড়েন তাঁরা। কোনও রকমে একটা উঁচু জায়গায় উঠে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকেন। অবশেষে কয়েক জন স্থানীয় তাঁদের লক্ষ করেন। নৌকা নিয়ে গিয়ে উদ্ধার করে আনেন যুগলকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ভাইরাল_নিউজ়_হেয়ার’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘একেই বলে প্রেমে অন্ধ হয়ে যাওয়া। বান অবধি দেখতে পায়নি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘বেশি ফূর্তি করতে গিয়ে বেঘোরে প্রাণ যেত দু’জনের। ভগবান এদের সুবুদ্ধি দিক।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement