ছবি: এক্স থেকে নেওয়া।
কাকিমার সঙ্গে দীর্ঘ দিনের প্রেম। সেই কাকিমার সিঁথিতে এ বার সিঁদুরও পরালেন ভাইপো। বিহারের জামুইয়ের বাসিন্দা আয়ুশী দুবের পর ভাইপোর হাত থেকে সিঁদুর পরতে দেখা গেল আরও এক বধূকে। সেই ঘটনাটিও বিহারের জামুইয়ে ঘটেছে। ঘটনাটির একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চালাঘরে এক মহিলার সিঁথিতে সিঁদুর পরাচ্ছেন এক যুবক। তাঁর মুখে হাসি। মহিলার মুখেও হাসি ফুটে উঠেছে। এর পর ওই যুবক মঙ্গলসূত্র পরিয়ে দেন মহিলাকে। তিন শিশু সেখানে দাঁড়িয়ে চুপচাপ দেখতে থাকে সবটা। দাবি করা হয়েছে, ওই যুবক এবং মহিলা সম্পর্কে ভাইপো-কাকিমা। তিন শিশু মহিলার আগের পক্ষের সন্তান। ভিডিয়োয় কাকিমার দিকে আঙুল দেখিয়ে ওই যুবককে বলতে শোনা যায়, ‘‘আমার যদি কিছু হয়ে যায় তা হলে এর পরিবারের লোকজন দায়ী হবে।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিন সন্তানকে সঙ্গে নিয়ে ওই বধূ ঘর ছাড়েন। অন্যত্র পালিয়ে গিয়ে বিয়ে করেন ভাইপোকে। সেই বিয়ের ভিডিয়োয় ভাইরাল হয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘ফার্স্ট বিহার ঝাড়খণ্ড’ নামে এক সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। বিতর্কও তৈরি হয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ কী ধরনের অসভ্যতা। দিন দিন সমাজ কোথায় যাচ্ছে? কাকিমাকে বিয়ে? ভাবাও যায় না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ঘোর কলিযুগ। না হলে কেউ কোনও দিন কাকিমা-ভাইপোর বিয়ে শুনেছে?’’
উল্লেখ্য, দিন কয়েক আগে বিহারের জামুইয়েই ভাইপো সচিন দুবেকে বিয়ে করে হইচই ফেলেছিলেন আয়ুশী দুবে নামে এক বধূ। তার এক সপ্তাহ গড়াতে না গড়াতেই আরও একটি কাকিমা-ভাইপোর বিয়ের ঘটনা প্রকাশ্যে এল।