Viral Video

যাত্রিবাহী বিমানে ঘুরে বেড়াচ্ছে ভয়ঙ্কর সাপ! ছড়াল আতঙ্ক, দু’ঘণ্টার জন্য স্থগিত উড়ান, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ব্রিসবেনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল যাত্রিবাহী ওই বিমানটির। উড়ে যওয়ার ঠিক আগে বিমানকর্মীরা ব্যাগপত্র রাখার জায়গায় একটি সাপকে ঘুরে বেড়াতে দেখেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২৫ ১১:৩৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

ট্রেনে বা বাসে সাপ উঠে যাওয়ার মতো ঘটনা হামেশাই শুনতে পাওয়া যায়। কিন্তু এ বার হুলস্থুল কাণ্ড ঘটল যাত্রিবাহী বিমানে সাপ উঠে পড়ায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ব্রিসবেনের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল যাত্রিবাহী ওই বিমানটির। উড়ে যাওয়ার ঠিক আগে বিমানকর্মীরা ব্যাগপত্র রাখার জায়গায় একটি সাপকে ঘুরে বেড়াতে দেখেন। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে খবর দেন তাঁরা। বিমানের উড়ান স্থগিত করা হয়। এর পর উদ্ধারকারীরা ধীরে ধীরে সবুজ রঙের ওই সাপটিকে বিমান থেকে বার করে আনেন। নির্ধারিত সময়ের প্রায় দু’ঘণ্টা পরে বিমানটি যাত্রা শুরু করে বলে খবর।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সবুজ রঙের সাপ ঘোরাফেরা করছে বিমানের কার্গো এলাকায়। সেটিকে বার করতে তোডজোড় শুরু করেছেন উদ্ধারকারীরা। এর পর সাপটিকে ধরে ধীরে ধীরে বাক্সের মধ্যে পুরে বিমান থেকে বার করে আনা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘ডেলিমেল’-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ২৪ সেকেন্ডের ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় দু’লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকেই আবার উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সাপটিকে মনে হয় আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই বিমানে চড়েছিল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘কী ভয়ঙ্কর। কোনও জায়গাতেই কি সাপের হাত থেকে রেহাই পাওয়া যাবে না?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement